Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিটাগংকে বিপিএল থেকে বিদায় করলো ঢাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৭ PM আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৭ PM

bdmorning Image Preview


নটআউট পর্বে ঢাকা ডাইনামাইটসের কাছে হেরে বিপিএল থেকে বিদায় নিলো চিটাগং ভাইকিংস। বিপিএলে শুরুর দিকে টানা জয়ের ধারায় থাকলেও ফাইনালে উঠার লড়াইয়ে বাজে ব্যাটিং ও বোলিংয়ের দায়ে বিদায় নিতে হলো মুশফিকদের। 
অন্যদিকে দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়েছে সাকিবের ঢাকা ডাইনামাইটস। 

তাদের সামনে এখন ফাইনালে উঠার হাত ছানি। তবে ফাইনালে উঠার লড়াইয়ে  তাদের প্রতিপক্ষ কে হবে সেটি এখনো নির্ধারিত হয়নি।
 
প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে চিটাগং ভাইকিং।
মাঝারি রানের এই টার্গেটে ব্যাটিং করতে নেমে খুব সহজেই জয়ের লক্ষে পৌঁছিয়ে যায় ঢাকা। অবশেষে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিবরা। 

ঢাকা ডাইনামাইটসের সংক্ষিপ্ত স্কোরঃ ১৩৬/৪

থারাঙ্গা (৫১), নারিন(৩১), রনি(২০), পোলার্ড(৭)* ও সোহান(২০)*। 

উইকেট নিয়েছনঃ খালেদ ২০/৩, নাঈম ১/২৮ 

চিটাগং ভাইইংসের সংক্ষিপ্ত স্কোরঃ১৩৫/৮ 

ইয়াসির আলী(৮), ডেলপোর্ট(৩৬), সাদমান ইসলাম(২৪), মুশফিক(৮), সানাকা(৭), ফ্র্যাইলিংক(১), ভিলিজন(১), মোসাদ্দেক(৪১), নাঈম(৬)* রাহী(১)*

উইকেট নিয়েছেনঃ নারিন ৪/১৫, রুবেল ১/২৭ ,অনিক ১/৩৬

চিটাগং ভাইকিংসঃ মুশফিকুর রহিম(অধিনায়ক), ইয়াসির আলী, মোসাদ্দেক, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, নাঈম হাসান, সাদমান ইসলাম, ফ্র্যাইলিংক, ভিলিজন, ডেলপোর্ট, সানাকা।
ঢাকা ডাইনামাইটসঃ সাকিব আল হাসান(অধিনায়ক), নুরুল হাসান সোহান, শুভাগত , রনি, কাজী অনিক, মাহমুদউল হাসান, আন্দ্রে রাসেল, পোলার্ড, নারাইন, থারাঙ্গা।
 

Bootstrap Image Preview