Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডি ভিলিয়ার্সের পরে স্থান পেলেন পান্ডে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৮ PM আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৮ PM

bdmorning Image Preview


নিষেধাজ্ঞা থেকে ফিরে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ভারতীয় অল রাউন্ডার হার্দিক পান্ডে। রবিবার সিরিজের শেষ ওয়ানডেতে তার অলরাউন্ড নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে জয় পায় ভারত। এই ম্যাচেই নতুন এক কীর্তি গড়েছেন পান্ডে। 

পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন তিনি। ২২ বলে খেলেন ৪৫ রানের ইনিংস। তবে এই রান করার সময় পরপর তিনটি ছয় মারেন তিনি। অর্থাত্‍ ছয়ের হ্যাটট্রিক। ৪৭ ওভারে নিউজিল্যান্ডের স্পিনার টড অ্যাস্টেলের বলে এই কাণ্ড ঘটান তিনি।

এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, পাকিস্তানের শাহদাব খান এবং ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে পরপর তিন বলে ছক্কা হাঁকিয়েছিলেন হার্দিক।

রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেটে চতুর্থবার এমনটা করেলেন হার্দিক। এই কীর্তির তালিকায় পান্ডে দ্বিতীয়।এর আগে দক্ষিণ আফ্রিকার এবি ডে'ভিলিয়ার্স এই কৃতিত্ব গড়েছেন।

পঞ্চম ওয়ানডেতে পান্ডে ব্যাট হাতে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলা ছাড়াও বল হাতে নিয়েছিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। 

Bootstrap Image Preview