Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পঞ্চম ওয়ানডেতে ৩৫ রানে জিতল ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৫ PM আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ভারত। তবে চতুর্থটিতে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। আজ পঞ্চম ওয়ানডেতে আবার জয়ের ধারায় ফিরল ভারত। তাদের করা ২৫২ রানের জবাবে ২১৮ রান অল আউট হলো নিউজিল্যান্ড। ফলে সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেল ভারত। ম্যাচ সেরা হন আম্বাতি রায়ডু।

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের সামনে ২৫৩ রানের লক্ষ্য ছুঁয়ে দেয় ভারত। জবাব দিতে নেমে শুরুতে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। এ সময় চতুর্থ উইকেটে উইলিয়ামসন ও ল্যাথাম শুরুর ধাক্কা কাটিতে তোলেন। এই জুটিতে ৬৭ রান তোলার পর জাদবের শিকারে পরিণত হন উইলিয়ামসন। ৭৩ বল থেকে ৩৯ রান করেন তিনি। 

পঞ্চম উইকেটে জেমি নিশাম ক্রিজে এসে ল্যাথামকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ১১৯ রানের মাথায় ল্যাথামকে ৩৭ রানে বিদায় করেন চাহাল। এতেই ম্যাচে ভারতের কবজায় চলে আসে। 

এরপর নিশাম এক প্রান্তে ৩২ বল থেকে ৪৪ রানের ইনিংসে খেলে প্যাভিলনে ফিরলে সপ্তম উইকেট হারায় নিউজিল্যান্ড।  এসময় তিাদোর স্কোর ৩৬.২ ওভারে ১৭৬ রান। এরপর স্যান্থনার ২২ রান এবং হেনরি ১৭ রানে অপরাজিত থাকলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি নিউজিল্যান্ড। ৪৪.১ ওভারে ২১৭ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারত জয় পায় ৩৫ রানে। 

ভারতের হয় বল হাতে চাহাল ৩টি উইকেট নেন। এছাড়া পান্ডে ও সামি নেন ২টি করে উইকেট। ভুবুনে্বের কুমারা ও কেদার যাদব নেন ১টি করে উইকেট। 

Bootstrap Image Preview