Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইসিসির বর্ষসেরা ক্যাটাগরিতে কোহলির হ্যাটট্রিক পুরস্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০২:৩৯ PM আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৩:৫২ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ক্রিকেটে আরো নতুন একটি ইতিহাস গড়লেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ২০১৮ সালের পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটের নিয়ন্ত্রক আইসিসির তিনটি ফরম্যাটে সেরার পুরস্কার জিতলেন তিনি।  ২০১৮ সালের বর্ষসেরা ক্রিকেটার, সেরা টেস্ট ক্রিকেটার, ও সেরা ওয়ানডে ক্রিকেটাররে তিনটি ক্যাটাগরিতেই পুরস্কারই জিতলেন বিরাট কোহালি। যা এর আগে কোনো ক্রিকেটারই করে দেখানে পারেননি। 

কোহলির সঙ্গে আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের লড়াইয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা৷ ২০১৮ সালে টেস্টে সর্বাধিক ৫২ উইকেট তুলে নেন রাবাদা৷ অন্যদিকে বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের লড়াইয়ে কোহলির সঙ্গে লড়াইয়ে ছিলেন আফগান স্পিনার রাশিদ খান৷ 

২০১৮ সালে ভারতের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৩৭ ম্যাচে ৪৭ ইনিংসে ৬৮.৩৭ গড়ে কোহালি করেছেন ২৭৩৫ রান। ফেলে আসা বছরে ১১ সেঞ্চুরি আর নয় হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। এর মধ্যে ১৩ টেস্টে তিনি ৫৫.০৮ গড়ে করেছেন ১৩২২ রান। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের প্রতিটিতেই সেঞ্চুরি করেছেন তিনি। গত বছরে ১৪ ওয়ানডে ম্যাচে তিনি করেছেন ১২০২ রান। আর ১০ টি-টোয়েন্টিতে করেছেন ২১১ রান।

বিরাট কোহালির মুকুটে শুধু বর্ষসেরা, টেস্ট-একদিনের সেরার সম্মানই থাকছে না। তিনি আইসিসির টেস্ট ও একদিনের দলের অধিনায়কও ঘোষিত হয়েছেন।

এমন অর্জনের পর কোহলি বলেছেন, “দুর্দান্ত লাগছে। সারা বছর যে কঠোর পরিশ্রমের মধ্যে থাকি, এটা তারই পুরস্কার। আমি যে সময় পারফরম্যান্স করেছি, তখন দলও ভাল খেলেছে। এটাতেই খুশি। আর আইসিসির স্বীকৃতি পাওয়া একজন ক্রিকেটারের কাছে রীতিমতো গর্বের। এটা আমাকে এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে অনুপ্রেরণা জোগাবে। ক্রমশ উন্নতির পথে থাকতে মোটিভেটও করবে।”

আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার বা বর্ষসেরা ক্রিকেটার হিসেবে গত বছরও স্যর গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছিলেন কোহালি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার গ্যারফিল্ড সোবার্সের নামে বছরের সেরা ক্রিকেটারকে এই ট্রফি দেওয়া হয়। এই নিয়ে টানা দু’বার এই ট্রফি জিতলেন তিনি। এই মুহূর্তে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে তিনি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান।

Bootstrap Image Preview