Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টি-টোয়েন্টির ইতিহাসে আকেরমানের নতুন রেকর্ড 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০১৯, ০১:২১ AM আপডেট: ০৯ আগস্ট ২০১৯, ০১:২১ AM

bdmorning Image Preview


টি-টোয়েন্টির  ইতিহসে নতুন এক রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ও লিস্টারশায়ারের অধিনায়ক কলিন আকেরমান। ভিটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টি  লিগে আকেরমান বল হাতে মাত্র ১৮ রানে ৭ উইকেট নিয়েছেন। 

আকেরমানের দুর্দান্ত বোলিংয়ে লিস্টার ৫৫ রানে ওয়ারউইকশায়ারকে পরাজিত করেছে। আকেরমান একে একে মাইকেল বারগেস, স্যাম হেইন, উইল রোডস, লিয়াম ব্যাঙ্কস, এ্যালেক্স থমসন, হেনরি ব্রুকস ও জিতেন প্যাটেলের উইকেট তুলে নেন।

প্রথম দুই ওভারে তিনি নিয়েছেন ৬ উইকেট। ১৯০ রান তাড়া করতে গিয়ে আকেরমানের বোলিং তোপে ১৩৪ রানেই গুটিয়ে যায় ওয়ারইউকশায়ার।
এর আগে ২০১১ সালে গ্লামারগোনের বিপক্ষে সামারসেটের হয়ে মালয়েশিয়ান বোলার অরুল সুপ্পি ৫ রানে ৬ উইকেট দখল করে এই তালিকায় শীর্ষে ছিলেন।

Bootstrap Image Preview