Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাকা না পেয়ে কানাডা টি-টোয়েন্টি লিগ খেলতে নারাজ ক্রিকেটাররা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ১১:১৫ AM আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ১১:১৫ AM

bdmorning Image Preview


একের পর কাণ্ডের জন্ম দিয়েই চলেছে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট।এবার চুক্তির টাকা না-পেয়ে ক্রিকেটারদের মাঠে নামতে অস্বীকার করা৷

বুধবার রাতে গ্লোবাল টি-২০ কানাডায় টরন্টো ন্যাশনালস বনাম মন্ট্রিয়াল টাইগার্সের ম্যাচ ঘিরে যে রকম পরিস্থিতি তৈরি হয়, তা পেশাদার কোনও ক্রিকেট লিগে সত্যিই অভাবনীয়৷ 

এখনও পর্যন্ত চুক্তির টাকা হাতে না-পেয়ে দু’দলের ক্রিকেটাররা টিম বাসে উঠতে অস্বীকার করেন৷ সমস্যা মিটিয়ে ক্রিকেটারদের মাঠে নামতে রাজি করানো গেলেও ঠিক সময়ে মাঠে পৌঁছতে পারেনি টিম বাস৷ স্বাভাবিকভাবেই নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি আয়োজকদের পক্ষে৷

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে টরন্টো নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে৷ ওপেনার রডরিগো থমাস ৫৬ বলে ৭০ রান করেন৷ হেনরিচ ক্লাসেন করেন ৩৪ বলে ৬৪ রান৷ থিসারা পেরেরা ২৪ রানে ২ উইকেট নেন৷

জবাবে ব্যাট করতে নেমে মন্ট্রিয়াল টাইগার্স ১৯.৩ ওভারে ১৫৪ রানে অল-আউট হয়ে যায়৷ ম্যাথিউ ক্রস ৩৯ ও দীনেশ চাঁদিমল ৩৬ রান করেন৷ ক্রিস গ্রিন ও মিচেল ম্যাকক্লেনাঘান ৩টি করে উইকেট দখল করেন৷ 

Bootstrap Image Preview