Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামী চার বছরের পরিকল্পনা গ্রহণের এখনই সেরা সময় : সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০১৯, ০১:১৫ PM আপডেট: ০২ আগস্ট ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক শ্রীলংকার কাছে হোয়াইট ওয়াশ হয়ে ফিরেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন টাইগাররা।

সিরিজে এমন ফলাফলে দারুনভাবে হতাশ সাকিব বলেন, সেখানে অন্তত একটি ম্যাচে জয় পেলেও হতাশা কিছুটা কাটানো যেত। গতকাল বনানী বিদ্যা নিকেতনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক কার্যক্রমে অংশ নিতে গিয়ে বিশ্বসেরা এই অল রাউন্ডার বলেন, ‘এখানো লুকোচুরির কিছু নেই। এটি আসলেই হতাশার। বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে আমাদের ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন ওই ম্যাচটি হলে আমরা জয় পেতাম। তবে এই সিরিজটি প্রমান করেছে বিশ্বকাপে আমাদের জয় নিশ্চিত ছিল না।’ 

সাকিব বলেন, ‘এই সিরিজে আমরা যদি একটি ম্যাচে অন্তত জয় পেতাম, তাহলে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেতাম। কিন্তু তা হয়নি। আগামী চার বছরের পরিকল্পনা প্রণয়নের এটাই সেরা সময়। আমি নিশ্চিত বিসিবির শীর্ষ কর্মকর্তারা বিষয়টি ভেবে দেখবেন।

বোর্ড ইতোমধ্যে দুইজন কোচ নিয়োগ দিয়েছে। সব কোচ নিয়োগ দেয়া হয়ে গেলে, তারা হয়তো এ বিষয়ে একটি পরিকল্পনা বিসিবি’র কাছে দিতে পারবেন। আমি মনে করি এখান থেকে যদি আমরা সঠিকভাবে কাজ শুরু করতে পারি, তাহলে গত চার বছর ধরে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি সেভাবে দল এগিয়ে যেতে পারবে।’

তবে শ্রীলংকায় এই বাজে ফলাফলের কারন সম্পর্কে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছেন সাকিব। তিনি বলেন, ‘এই ব্যর্থতার কারণ কি তা আমি বলতে চাই না। এটি খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার বিষয়। মিডিয়ার সঙ্গে নয়।’

দলে থাকলে বাংলাদেশ এই সিরিজটি জয়লাভ করতে পারতো বলে যে দাবী করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন সাকিব। তিনি বলেন, ‘আপনি সেটি বলতে পারেন না। ক্রিকেট হচ্ছে একটি বলের খেলা। সুতরাং আমি যদি তিন ম্যাচে তিন বলেই আউট হয়ে যাই, তাহলে দলকে কিছুই দিতে পারব না।’

অবসন্নতার কারণে এই সিরিজ থেকে বিশ্রাম পেতে চেয়েছিলেন সাকিব, বোর্ড তার ছুটি মঞ্জুর করে। তবে তার সতীর্থরা ইনজুরি গোপন করে এই সিরিজ খেলতে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে টাইগার অলরাউন্ডার বলেন, একজন খেলোয়াড়ের তখনই ক্রিকেট খেলা উচিত যখন তিনি মানসিক এবং শারিরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকেন।

Bootstrap Image Preview