Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধোনির যে শাস্থির ভয়ে ক্রিকেটাররা সময়মতো অনুশীলনে আসতো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ১০:২১ AM আপডেট: ১৭ মে ২০১৯, ১০:২১ AM

bdmorning Image Preview


ক্রিকেট মাঠে ধোনির উর্বর ক্রিকেটীয় মস্তিষ্ক নিয়ে কারো সন্দেহ নেই। তবে ভারতীয় দলের অধিনায়ক থাকা কালীন ধোনি ক্রিকটোরদের মাঠে দেরিতে আসলে দিতেন অভিনব এক শাস্থী। সেই বিষয়টি উঠে এসেছে টিম ইন্ডিয়ার প্রাক্তন মেন্টাল কন্ডিশনাল কোচ প্যাডি আপটন লেখা বইয়ে। 

আপটন যখন টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ ছিলেন তখন ভারতের টেস্ট দলের নেতৃত্ব দিতেন অনিল কুম্বলে। আর ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ছিল ধোনির কাঁধে। এ সময় ক্রিকেটারদের যথা সময়ে মাঠে আনাসহ সবাইকে শৃঙ্খলাপরায়ণ করা এবং সেটি লঘণ করলে কি শাস্থি দেওয়া হবে সেটি নির্ধারনেল দায়িত্ব ছিল অধিনাকয়ের উপর। 

এ সময় টেস্ট অধিনায়ক কুম্বলে ঠিক করেন যে, কেউ দেরি করলে তাঁর ১০ হাজার টাকা জরিমানা হবে৷ তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক শাস্থির মাত্রাটা আরোটু বাড়িয়ে দেন। ধোনি প্রস্তান দেন কোনো ক্রিকেটার অনুশীলন, টিম মিটিংয়ে দেরি করে পৌঁছালে, দলের সবাইকে ১০ হাজার করে টাকা জরিমানা দিতে হবে।

ধোনির এমন শাস্তির ভয়েই কোনও ক্রিকেটার অকারণে দেরিতে অনুশীলনে আসত না৷ আসলে সতীর্থরাই কাউকে দেরি করে আসতে দিত না৷ সবাই তৎপর থাতক বাকিদের সঠিক সময়ে প্র্যাকটিসে নিয়ে আসতে৷

Bootstrap Image Preview