Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে বিরাটের স্কোয়াডে জায়গা পেল না পাঁচ কোটি রুপি চুক্তিতে থাকা খেলোয়াড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৬:৪৪ PM আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৬:৪৫ PM

bdmorning Image Preview


চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের  হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন  উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত। আইপিএলের আগে থেকেই শুনা যাচ্ছিলো ইংল্যান্ড বিশ্বকাপে আলো ছড়াবেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

অনেকেই তো আবার বলেই দিয়েছিলেন, মহেন্দ্র সিং ধোনিকে পুরোপুরি বাদ দিয়ে রিশাভ পান্তকেই আগামী দিনের জন্য গড়ে ওঠার সুযোগ করে দিতে। 

কিন্তু সবাইকে অবাক করে দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড।  বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি পান্তকে। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন দীনেশ কার্তিক।

চলতি বছরের বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে সবাইকে তাক লাগিয়ে দিয়ে নাম লিখিয়ে ছিলেন 'এ' গ্রেডে। এই গ্রেডে চুক্তিতে থাকা খেলোয়াড়রা বছরে পাঁচ কোটি রুপি পেয়ে থাকেন। 

একনজরে ভারতের ১৫ সদস্যের দলঃবিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা(সহ অধিনায়ক) ,শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া,  কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, জাদেজা৷

Bootstrap Image Preview