Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে পাকিস্তানকে 'বয়কট' করতে পারলো না ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৬ PM আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


কাশ্মীর হামলায় ৪০ জন ভারতীয় নিরাপত্তা বাহিনী  শহিদ হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে ১৬ জুনের ম্যাচ বয়কটের দাবি  তুলেছেন ভারতের অনেকেই৷ কিন্তু এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারল না বিসিসিআই৷

ভারত সরকারের তরফে বোর্ডের উপর বিশ্বকাপে পাক ম্যাচ বয়কটের নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু বিশ্বকাপে ম্যাচ বয়কট করলে আইসিসি-র শাস্তির মুখে পড়তে হতে পারে, এ কথা মাথায় রেথে তড়িঘড়ি কোনও সিদ্ধান্তে পথে হাঁটতে চাইছে না বিসিসিআই৷ এদিন তা স্পষ্ট করে দিয়েছেন সিওএ প্রধান৷

বৈঠকের পর বিসিসিআই সিওএ  বিনোদ রাই জানান, আমরা সরকারের সঙ্গে কথা বলছি৷ কিন্তু ১৬ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আমরা এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছি না৷’ তবে আইসিসি-কে যে বিসিসিআই চিঠি দিচ্ছে, তা পরিষ্কার করে দেন সিওএ প্রধান৷ বিনোদ রাই আরও বলেন, ‘আমরা দু’টি বিষয় আইসিসি-কে জানাব৷ প্রথমত বিশ্বকাপের সময় ক্রিকেটারদের আরও বেশি নিরাপত্তা দিতে হবে৷ দ্বিতীয়ত, জঙ্গিদের মদত দেওয়া কোনও দেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক যাতে না রাখা হয়৷’

Bootstrap Image Preview