Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলের মাঠে দর্শক না আসার কারণ জানালেন মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০৫:২৩ PM আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview


চলতি বিপিএলের দর্শক গ্যালারি দেখলে মনে হয় পাড়ার কোন খেলা হচ্ছে। ইতোমধ্যে সাতটি ম্যাচ হয়ে গিয়েছে কিন্তু একটি ম্যাচেও পরিপূর্ণ দর্শক হয়নি। মিরপুরের সব গ্যালারিই ফাঁকা থাকছে। খেলায়  নেই কোন উত্তেজনা আমেজ। কিন্তু কেন ? এবারের বিপিএলে তো সব থেকে বড় বড় তারকা খেলোয়াড়রা এসেছেন। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদিসহ আরও অনেকে।

তাঁর পরেও কেন মাঠে দর্শক আসছেন না? এমন প্রশ্নের জবাবে গত দুদিন আগে বিসিবির মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস বলেছিলেন দুই একটা ম্যাচ পরেই মাঠে দর্শক আসতে শুরু করবে।

কিন্তু কই? ম্যাচ তো আটটির মত হয়ে গেল। দর্শক  আসা তো দূরের কথা আরও কমছে বলা যায়। দর্শক হলো মাথের প্রাণ। দর্শক ছাড়া কোন টুর্নামেন্ট জমে না। থাকে না সেই খেলার আমেজ। খেলোয়াড়রা খেলা করে তৃপ্তি পান না। 

এমন বেহাল দর্শক শূন্য মাঠে খেলা করে কেমন লাগছে জানতে চাওয়া হলে চিটাগং ভাইকিংসের ক্যাপ্টেন মুশফিকুর রহিম বলেন, ব্যস্ত মানুষদের মাঠে আসার সময় কোথায়। আর সে কারণেই গ্যালারি ফাঁকা। মানুষ কাজ করছে আর মোবাইলে খেলা দেখছে।’ মুশফিকের কথায় অবশ্য যুক্তি আছে। ইতিহাসের ছাত্র। ইতিহাস টেনে কথা বলাতে পছন্দ।  ‘আগে আবাহনী-মোহামেডানের ম্যাচ চলাকালীন সবাই টিভিতে খেলা দেখার সুযোগ ছিল না। তাই সবার মাঠে আসা ছাড়া উপায় ছিল না। সে জন্যই লিগ ম্যাচগুলোতে দশর্ক প্রচুর হত।’ 

তবে মুশফিক আশা করেন অবশ্যই দর্শক মাঠে আসবে। কারণ বিশ্বের অনেক বড় তারকা স্মিথ-ওয়ার্নাররা বিপিএলে যোগ দিয়েছেন। আর তাদের খেলা টিভিতে দেখে তো মজা নেই। মাঠে বসে দেখাতেই মজা।;
 

Bootstrap Image Preview