Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দলে নাসিরের না থাকার কারণ জানালেন ওয়ার্নার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৭:৫৮ PM আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৭:৫৮ PM

bdmorning Image Preview



হাটুর চোট কাটিয়ে মাসখানেক হলো অনুশীলন করছেন দীর্ঘ দিন  জাতীয় দলের বাহিরে থাকা খেলোয়াড় নাসির হোসেন। চলতি বিপিএলের ষষ্ঠ আসরে তিনি সিলেট সিক্সার্সের হয়ে খেলছেন। তবে এবার অধিনায়ক হিসাবে নয়। খেলছেন শুধুই খেলোয়াড় হিসাবে।

কিন্তু কুমিল্লার বিপক্ষে প্রথম ম্যাচে  সিলেট সিক্সার্সের একাদশে দেখা গেল না তাঁর নাম। একাদশ তো দূরের কথা সেরা পনের জনের তালিকায়ও নেই তাঁর নাম। 

কিন্তু কেন? নাসির তো গতকালো দলের সাথে মিরপুরের একাডেমির মাঠে অনুশীলন করেছেন। হঠাৎ কি এমন হলো যার জন্য সেরা ১৫ জনের তালিকায়ও দেখা গেল না তাঁর নাম?

এমন প্রশ্নের উত্তর খুঁজতে সিলেট সিক্সার্সের ম্যাচ শেষে জানতে চাওয়া হলো সিক্সার্সের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারের কাছে? কিন্তু ওয়ার্নারও পরিষ্কার ভাবে নাসিরের ব্যাপারের বলতে পারলেন না,‘টিম ম্যানেজমেন্ট তাঁকে খেলাবে কি খেলাবে না, দ্বিধায় ছিল। জানি না এই মুহূর্তে সে ফিট কি না। যদি সে ফিট থাকে তবে অবশ্যই সামনে খেলবে। এ কারণেই আপনারা দুজনর তরুণ খেলোয়াড়কে (আফিফ ও হৃদয়) দেখেছেন মাঠে।’

উল্লেখ্য, আগামী ৯ জানুয়ারি চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজেদের  দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে সিলেট সিক্সার্স। হয়তো সেই ম্যাচে ফিট হয়ে মাঠে ফিরতে পারেন নাসির।

Bootstrap Image Preview