Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শচীনকে টপকে রোহিতের বিশ্বরেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০১:০০ AM আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০১:০০ AM

bdmorning Image Preview


একদিনের ক্রিকেটে মোট ছয়বার দেড়শো রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছেন রোহিত শর্মা। টপকে গেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি।

ওপেন করতে নেমে হিটম্যান ১১৭ বলে অপরাজিত থাকলেন ১৫২ রানে। একদিনের ক্রিকেটে যা ১৮৯ ম্যাচে রোহিতের ২০তম সেঞ্চুরি। মেরেছেন ১৫ বাউন্ডারি ও আট ওভারবাউন্ডারি। পঞ্চাশে পৌঁছলেন ছয় মেরে। একইসঙ্গে তা হয়ে উঠল জয়সূচক স্ট্রোক। অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে দ্বিতীয় উইকেটে তাঁর ২৪৬ রানের জুটিই তফাত গড়ে দিল। ৩২৩ রান তাড়া করে আট উইকেটে জিতল ভারত।

এতদিন শচীন ছিলেন তালিকার শীর্ষে। তিনি পাঁচবার দেড়শো রান করেছিলেন এই ফরম্যাটে। লিটল চ্যাম্পিয়নকে টপকে যাওয়ার পর স্বাভাবিক ভাবেই রোহিতকে নিয়ে উচ্ছ্বাস দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বীরেন্দ্র শেওয়াগ।

২০১৩ সালের নভেম্বরে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ করেছিলেন রোহিত। সেটাই তাঁর প্রথম দেড়শো রানের ইনিংস। এরপর ২০১৪ সালের নভেম্বরে ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ করেন তিনি। যা এখনও এই ফরম্যাটে সবচেয়ে বেশি রানের ইনিংস। ২০১৫ সালের অক্টোবরে কানপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেন ১৫০ রান। ২০১৬ সালের জানুয়ারিতে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রানে অপরাজিত থাকেন তিনি। ২০১৭ সালের ডিসেম্বরে মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের করেন দ্বিশতরান, এবার অপরাজিত থাকেন ২০৮ রানে। আর রবিবারই গুয়াহাটিতে অপরাজিত থেকেছেন ১৫২ রানে।

Bootstrap Image Preview