Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিকালে বাংলাদেশ-আফগানিস্তান মহারণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৬ AM আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৬ AM

bdmorning Image Preview


২৩ সেপ্টেম্বর রবিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে মাশরাফির দল। এই ম্যাচে হারলেই এশিয়া কাপ থেকে বিদায় নিতে হবে। আর জিতলে পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। যদিও তোর আগেই ভিন্ন একটি সমীকরণও রয়েছে।ভারতের বিপক্ষে পাকিস্তান ও আফগানিস্তানের হারও প্রত্যাশা করতে হবে বাংলাদেশ শিবিরের।

একর অধিক সমীকরণ মাথায় রেখে আফগানদের বিপক্ষে আজ বাংলাদেশের বাঁচা মরার লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ‍বিকাল ৫.৩০ মিনিটে। সরসারি সম্প্রচার করবে গাজী টিভি।

টানা দুই ম্যাচ হেরে আফগানদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোই আজ বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। সেজন্য দলে যোগ দিয়েছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস।গতকাল রাতে দুবাইয়ে পৌঁছে আজই তারা ম্যাচ খেলার মত অবস্থায় কি-না প্রশ্নটা ঘুরপাঁক খাচ্ছে।

পরিসংখ্যান মতে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে ৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে। উভয়েরই জয়ের পাল্লা সমান সমান। কিন্তু এশিয়া কাপের রেকর্ড বাংলাদেশের বিপক্ষেই কথা বলছে। এশিয়া কাপে উভয় দল দুটি ম্যাচে মুখোমুখি হয়েছে। দুটিতেই বাংলাদেশকে হারিয়েছে আফগানিস্তান। 

আজ রশিদ খানদের বিপক্ষে জয় পেতে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই জ্বলে উঠতে হবে বাংলাদেশকে। কাজটা কঠিন তবে অসম্ভব নয়।

Bootstrap Image Preview