Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিয়ম রক্ষার ম্যাচে ঘরের মাঠে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২০, ১২:৫২ PM আপডেট: ০৩ জানুয়ারী ২০২০, ১২:৫২ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে সিলেট থান্ডারের। ৯ ম্যাচে ১ জয়ে টেবিলের তলানিতে আছে দলটি। হাতে থাকা তিনটি ম্যাচ এখন শুধু নিয়ম রক্ষার। 

তারপরও শেষটা ইতিবাচক করতে চাইবে সিলেট। সেই লক্ষ্যেই শুক্রবার ঘরের মাঠে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আন্দ্রে ফ্লেচারের দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। 

বৃহস্পতিবার ঘরের মাঠে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে সুপার ওভারে হেরেছে সিলেট। সিলেটের স্পিনার নাঈম হাসান বলেছেন, দল হিসেবে খেলতে পারছে না থান্ডাররা। এ কারণেই এই হাল। 

নাঈম বলেন, `মাঠে তো আমরাই খেলছি। আমাদেরই দোষ। যার যার জায়গা থেকে সে যদি ঠিকভাবে খেলতো। দল হিসেবে খেলা হচ্ছে না।'

নিয়ম রক্ষার এই ম্যাচে নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে ছাড়াই মাঠে নামতে পারে সিলেট। চোটের কারণে আগের ম্যাচেও খেলেননি তিনি। অধিনায়কত্ব করেছেন আন্দ্রে ফ্লেচার। 

প্রতিপক্ষ রংপুরও ভালো অবস্থানে নেই। শেষ চারে জায়গা করে নেয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ শেন ওয়াটসনের দলের। ৯ ম্যাচের ৩টিতে জিতে টেবিলের ষষ্ঠস্থানে আছে রেঞ্জার্সরা। 

তাই শেষ তিন ম্যাচে শুধু জিতলেই হবে না। চেয়ে থাকতে হবে বাকি দলগুলোর ফলাফলের দিকেও। তাই প্লে-অফের আশা বাচিয়ে রাখার ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে রংপুর। 

দুই দলের মধ্যকার শেষ দেখায় শেষ হাসি হেসেছিল রংপুর। মিরপুরে সিলেটকে ৭ উইকেটে হারিয়েছিল রেঞ্জার্সরা। মুস্তাফিজুর রহমান রংপুরের হয়ে নিয়েছিলেন ৩ উইকেট। তাই এই ম্যাচও বাঁহাতি এই পেসারের দিকে চেয়ে থাকবে ওয়াটসনবাহিনী। 

রংপুর রেঞ্জার্স স্কোয়াডঃ শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নবি , মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, রিশাদ হোসেন, লুইস গ্রেগরি, টম অ্যাবল, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ শাহজাদ ও জুনায়েদ খান।

সিলেট থান্ডার স্কোয়াডঃ মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু,  সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, ক্রিসমার সান্টোকি, শারফেন রাদারফোর্ড, শফিকুল্লাহ শফিক, নাভিন উল হক, জনসন চার্লস ও জীবন মেন্ডিস। 

Bootstrap Image Preview