Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটে বিপিএলের টিকিট : সাড়া নেই দর্শকদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২০, ১২:২০ PM আপডেট: ০৩ জানুয়ারী ২০২০, ১২:২০ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের বুথে টিকিট বিক্রি করা হয়। তবে অন্যান্যবার সিলেটে বিপিএলের টিকিটের জন্য দর্শকদের হাহাকার দেখা গেলেও এবার বিপরীত চিত্র।

কাল দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের টিকিট বুথ ঘুরে দেখা গেছে, ক্রিকেটপ্রেমীদের ভিড় একেবারে নেই বললেই চলে। বুথে অলস সময় কাটাচ্ছেন টিকিট বিক্রেতারা। বিসিবি সূত্রে জানা গেছে, সিলেটে প্রতিদিন ম্যাচের আগেও সংগ্রহ করা যাবে বিপিএলের টিকিট।

এবারের বিপিএল হচ্ছে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। বিপিএলের ম্যাচগুলো ভাগ করা হয়েছে পাঁচটি পর্বে। ইতিমধ্যে তিনটি পর্ব শেষ করে চতুর্থ পর্বের ম্যাচ আজ শুরু হচ্ছে সিলেটে। বিপিএলের সিলেট পর্বের ম্যাচ চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। তিনদিন সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা মাঠে বসে উপভোগ করতে পারবেন কুড়ি/বিশ ক্রিকেট।

Bootstrap Image Preview