Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অধিনায়কত্বের অভিষেক ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ায় উচ্ছ্বসিত সৌম্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২০, ১১:৫২ AM আপডেট: ০৩ জানুয়ারী ২০২০, ১১:৫২ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বিপিএলের শুরুতে কুমিল্লা ওয়ারিয়র্সের নেতৃত্বে ছিলেন দাসুন শানাকা। কিন্তু আন্তর্জাতিক সূচির কারণে দেশে ফিরতে হয়েছে এই লঙ্কানকে। এরপর দায়িত্ব দেয়া হয় ডেভিড মালানকে। তিনিও ঢাকার দ্বিতীয় পর্ব শেষে পারিবারিক কারণে বাড়ি ফিরে গেছেন।

এমন অবস্থায় কুমিল্লার নেতৃত্ব দেয়া হয় সৌম্য সরকারকে। অধিনায়ক হিসেবে মাঠে নেমে প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সিলেট থান্ডারকে সুপার ওভারে হারিয়েছে কুমিল্লা।

বিপিএলে অধিনায়কত্বের অভিষেক ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ায় উচ্ছ্বসিত সৌম্য। জানিয়েছেন, উপভোগ করেছেন নতুন এই দায়িত্ব। সংবাদ সম্মেলনে সৌম্য বলেন, `অবশ্যই। আমার অধিনায়কত্বের প্রথম ম্যাচ ছিল আজ। সুপার ওভার আবার একইদিনে এরকম একটা প্রেশার ম্যাচ। আমি উপভোগ করছি আরকি সবকিছু।'

সুপার ওভারে জয়ের জন্য কুমিল্লাকে ৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সিলেট। সেই লক্ষ্যে খেলতে নেমে সৌম্য সরকারকে হারিয়ে বসে সিলেট। তারপরও ডেভিড উইজে এবং উপল থারাঙ্গা মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

সৌম্য জানালেন, তিনি আউট হলেও হারার চিন্তা করেননি। ক্রিজের দুই ব্যাটসম্যানের ওপর ভরসা ছিল দলের। একদম শেষ বল পর্যন্ত থাকলে জয় আসবে বলে বিশ্বাস ছিল কুমিল্লা দলপতির।

সৌম্য আরও বলেন, `না। হারার চিন্তা করি নাই। যেহেতু ওরা দুজন ছিল শেষ পর্যন্ত। একটা ভয় ছিল যে আউট হয়ে গেলে আমাদের হাত থেকে ম্যাচটা চলে যাবে। আমাদের চেষ্টা ছিল শেষ বল পর্যন্ত খেলা।'

সিলেটের বিপক্ষে এই জয় প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে কুমিল্লার। ৯ ম্যাচের ৪টিতে জিতে টেবিলের পঞ্চম স্থানে আছে সৌম্যবাহিনী। ৭ জানুয়ারি ফিরতি দেখায় আবারও সিলেট থান্ডারের মুখোমুখি হবে কুমিল্লা। 

Bootstrap Image Preview