Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুশফিক বিশ্বের অন্যতম সেরাঃ হাশিম আমলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২০, ০৮:০১ PM আপডেট: ০২ জানুয়ারী ২০২০, ০৮:০১ PM

bdmorning Image Preview


হুঠ করেই বিপিএলের ড্রফটের বাহিরে থাকা হাশিম আমলাকে উড়িয়ে নিয়ে আসলো খুলনা টাইগার্স। চলতি বিপিএলে মুশফিকের খুলনা রয়েছে দারুণ ছন্দে। তাই দলকে আরও  শক্তিশালী করতে আমলকে আনলেন।  

আফ্রিকার হয়ে ১২৪ টেস্ট, ১৮১ টি ওয়ানডে ও ৪৪ টি -টোয়েন্টি খেলা এই ক্রিকেটার প্রথমবারের মত বিপিএলে খেলতে আসলেন।

বিপিএলে আমলার অভিষেক হতে পারে সিলেটের মাটিতে ঢাকা প্লাটুনের বিপক্ষে। অভিষেক ম্যাচের আগে সিলেট জেলা স্টেডিয়ামে করলেন ব্যাটিং অনুশীলন।

শুধু তাই নয়, খুলনার নাবিক মুশফিকের সাথে একই নেটে জমিয়ে ব্যাটিং করলেন। সেই সাথে সতীর্থ মুশফিকের ব্যাটিং ষ্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে দেখলে, মুশিকে দিলেন অনুপ্রেরণা। 

অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আমলা। সেখানে সতীর্থ মুশফিকের দারুণ প্রশংসা করলেন, 'মুশি অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবে দারুণ করছে। সে বিশ্বের অন্যতম সেরা এবং অভিজ্ঞ একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। সে অসাধারণ একজন ক্রিকেটার। তাঁকে সতীর্থ হিসেবে পাওয়াটা আমার জন্য কাজ সহজ করে দিয়েছে। আমি মুশির সঙ্গে বিশ্বের বিভিন্ন জায়গায় ১০ বছর খেলেছি।'

৭ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা টাইগার্স। শীর্ষ স্থান ধরে দলে এই তারকা ব্যাটসম্যান ভিড়িয়েছেন। এখন দেখার বিষয় খুলনার সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন আমলা।

Bootstrap Image Preview