Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনের বেলা খেলতে পছন্দ করেন মোস্তাফিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ১০:৩৮ AM আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ১০:৩৮ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে রংপুর রেঞ্জার্সের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল ক্রিকফ্রেঞ্জিকে বলেছিলেন, `এই বিপিএলে পুরনো মুস্তাফিজ ফিরবে।' কিন্তু বিপিএলের প্রথম কয়েক ম্যাচে সেই মুস্তাফিজের দেখা মেলেনি। 

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাগ ভর্তি উইকেট নিলেও মুস্তাফিজ ছিলেন খরুচে। ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাঁহাতি এই পেসারের বোলিংয়ের অবস্থা ছিল খুবই করুণ। বিপিএলের শুরুর কয়েক ম্যাচেও বাজে বোলিং করায় জাতীয় দলের নির্বাচক এবং রংপুরের পরামর্শক হাবিবুল বাশার বলেছিলেন, ‘মুস্তাফিজকে পড়ে ফেলছে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা।’ 

ক্যারিয়ারের শুরুতে ব্যাটসম্যানদের ভীতির মধ্যে রাখা মুস্তাফিজকে সহজেই খেলে ফেলছিলেন ব্যাটসম্যানরা। তবে চট্টগ্রাম পর্বের শেষের দিকে এসে নিজেকে ফিরে পেতে শুরু করেন এই পেসার। ঢাকা পর্বে এসে সিলেট থান্ডারের বিপক্ষে অবশেষে পাওয়া গেছে পুরনো মুস্তাফিজকে।
 
এদিন ৪ ওভার বোলিং করে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন বাঁহাতি এই পেসার। ম্যাচ শেষে জানান, দিনের আলোতে খেলা হওয়ায় সুবিধা পেয়েছেন তিনি। তাঁর মতে, শুকনো উইকেটে কাটার করে বেশি সফলতা পাওয়া যায়। 

মুস্তাফিজ বলেন, ‘দিনে খেলা হলে আমার জন্য খুব ভালো হয়। এ কারণে বল ভালো হয়েছে। চেষ্টা করছি কী করলে আরও ভালো হয়। রাতে খেললেও ভালো হবে। আমার সেরা অপশনটা হলো কাটার, তাই শুকনো উইকেটে আমার জন্য ভালো হয়।’

চলতি বিপিএলের প্রথম চার ম্যাচে টানা হেরেছিল রংপুর। শেষ তিন ম্যাচে এসে দুটিতে জিতেছে দলটি। সোমবার ম্যাচ শেষে মুস্তাফিজ জানালেন দলের ঘুরে দাঁড়ানোর কারণ। মুস্তাফিজ বলেন, ‘টুর্নামেন্টের প্রথমে আমাদের খেলোয়াড়রা একসাথে কম সময় কাটিয়েছে। বিদেশি খোলোয়াড়রাও দুই-একদিন আগে এসেছে। এখন একসঙ্গে সবার সাথেই কমবেশি কথা বার্তা হয়, এই কারণে শেষের দিকে আমাদের টিম পারফরম্যান্সও ভালো হচ্ছে।’

Bootstrap Image Preview