Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইচ্ছা মতো নিয়মনীতি আরোপ করায় বিসিবির উপর অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ১০:১২ AM আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ১০:১২ AM

bdmorning Image Preview


বাইলজ অনুসরণ না করে নিজেদের ইচ্ছা মতো নিয়মনীতি আরোপ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল সবুজ বাংলা ক্রীড়া চক্র। 

মূলত পক্ষপাতমূলক আম্পায়ারিং ইস্যুতে এই পদক্ষেপ নিয়েছে ক্লাবটি। সবুজ বাংলা ক্রীড়া চক্রের সেক্রেটারি রিয়াজ আহমেদ বাবু এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন।গত ১৫ ডিসেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে মুখোমুখি হয় সবুজ বাংলা ক্রীড়া চক্র এবং যাত্রাবাড়ী ক্রীড়া চক্র।

সেই ম্যাচে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে জয়ী করার জন্য চারটি বির্তকিত এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দেন দায়িত্বরত দুই আম্পায়ার তরিকুল ইসলাম মাসুম ও মাসুদ রানা। শুধু তাই নয়, সেই ম্যাচে একাধিক রান আউটের সিদ্ধান্তও ছিল পক্ষপাতদুষ্ট। আম্পায়ারদের এই পক্ষপাতিত্বের কারণে শিরোপা নির্ধারণী সেই ম্যাচে পরাজিত হয় সবুজ বাংলা। ফলে পয়েন্টের ভিত্তিতে জয়ী হয় যাত্রাবাড়ী ক্রীড়া চক্র দলটি।

আইনি পদক্ষেপ নেয়ার ব্যাপারে রিয়াজ আহমেদ বলেন, 'টুর্নামেন্টের প্রথম পর্ব অনুসারে নারায়ণগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমির সুপার লিগে খেলার কথা ছিল। হেড টু হেডের নিয়ম অনুযায়ী তাদের প্রতিপক্ষ ঢাকা ক্রিকেটার্স। সুপার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের সমান পয়েন্ট ছিল সবুজ বাংলা ক্রীড়া চক্রের। কিন্তু টুর্নামেন্ট কমিটি গুলশান ক্রিকেট ক্লাবকে সবুজ বাংলার উপরে দিয়ে দেয় এবং বলা হয় সর্বোচ ম্যাচ জেতা দল রানার্স আপ হবে।' 

তিনি আরো যোগ করেন, 'আমাদের দাবি একেবারে সাধারণ। কথা হলো কিভাবে একটি লিগে দুটি নিয়ম থাকে? যদি টুর্নামেন্টের নিয়ম ঠিক থাকে এবং আইন অনুসারে পরিচালিত হয় তাহলে নারায়ণগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমি কখনোই সুপার লিগে কোয়ালিফাই করতে পারে না। তারা কিভাবে দুটি নিয়ম চালু করতে পারে?'  

Bootstrap Image Preview