Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফিফের ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা মাশরাফিরা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৫ PM আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৫ PM

bdmorning Image Preview


চলতি বিপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস। প্রথমে টসে জিতে আগে ফিল্ডিং করার সিন্ধান্ত নেন রাজশাহীর ক্যাপ্টেন আন্দ্রে রাসেল। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ঢাকা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ১ উইকেট  হারিয়ে ৩ ওভারে ৩৩ রান।

১৭৫ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে রাজশাহীর দুই ওপেনার আফিফ ও লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা  ঢাকা প্লাটুনের বোলাররা। 

এর আগে,টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকে উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে ঢাকা। একে একে বিজয়, লুইস, মেহেদী ও মাশরাফি বিদায় নিলে ব্যাটিংয়ের দায়িত্ব এসে পড়ে তামিম ইকবালের কাঁধে।

উইকেটের এই চাপ সামলিয়ে আসিফ আলীর সাথে জুটি গড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ঢাকা।ব্যাট হাতে তামিম ৬৮ ও আসিফ ৫৫ রান করেন।  

Bootstrap Image Preview