Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় কিনল শাহরুখের কেকেআর 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৫:০১ PM আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৫:০১ PM

bdmorning Image Preview


ক্রিস মরিসকে ১০ কোটি দিয়ে কিনল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷স্যাম কারেনকে ১.৭ কোটি দিয়ে কিনল চেন্নাই সুপার কিংসকে৷

অজি পেসার প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় কিনল কেকেআর৷ অজি এই পেসার আগেও নাইটদের হয়ে খেলেছেন৷ কিন্তু চোটের জন্য বেশি ম্যাচ খেলতে পারেননি৷ এবার তাঁকে এত বেশি দাম দিয়ে নিল শাহরুখের দল৷ 
কামিন্সকে নিয়ে প্রথমে দর কষাকষি হচ্ছিল দিল্লি ক্যাপিটালস ও আরসিবি-র মধ্যে৷ কিন্তু ১০ কোটির পর থেকে দর হাঁকায় কেকেআর৷ নূন্যতম ২ কোটি থেকে শেষ পর্যন্ত ১৫.৫০ কোটিয টাকায় কামিন্সকে কেনে কেকেআর৷

এর আগে ইংল্যান্ড অল-রাউন্ডার ক্রিস ওকসকে ১.৫ কোটি দিয়ে কিনল দিল্লি ক্যাপিালস৷দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভন পঞ্জাবের লড়াইয়ে ম্যাক্সওয়েলের জন্য দর উঠল ১০ কোটির বেশি৷ শেষ পর্যন্ত ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় ম্যাক্সওয়েলকে কিনল প্রীতি জিন্টার দল৷ অজি ব্যাটসম্যানের নূন্যতম দর ছিল ২ কোটি৷ কিন্তু দিল্লি ও পঞ্জাবের দর কষাকষিতে দাম উঠল ১০ কোটির বেশি৷এখন পর্যন্ত এই নিলাম সর্বোচ্চ৷

অ্যারোন ফিঞ্চকে ৪ কোটি ৪০ লক্ষ টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ফলে বিরাট কোহলির সঙ্গে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে অজি ওপেনারকে৷ কেকেআর-এর সঙ্গে দর কষাকষি করে ফিঞ্চকে কেনে আরসিবি৷১.৫ কোটি টাকা জেসন রয়কে কিনল দিল্লি ক্যাপিটালস৷

বিক্রি হলেন না ভারতীয় টেস্ট দলের দুই ক্রিকেটার হনুমা বিহারী ও চেতেশ্বর পূজারা৷

Bootstrap Image Preview