Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেকোনো পরিস্থিতিতে অধিনায়কত্ব করার যোগ্যতা রয়েছে ইমরুলের: মাহমুদউল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০১:৩১ PM আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০১:৩১ PM

bdmorning Image Preview


অধিনায়ক ইমরুলের সামর্থ্য নিয়ে তাই কোনো সন্দেহ নেই চলমান বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দলপতি মাহমুদউল্লাহ রিয়াদের। তাঁর মতে যেকোনো পরিস্থিতিতে অধিনায়কত্ব করার যোগ্যতা রয়েছে ইমরুলের। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের শুরুতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। কিন্তু ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান বিদায় নিলে দলের অধিনায়কত্ব পান ইমরুল কায়েস। তাঁর অধীনেই পরবর্তীতে শিরোপা জেতে কুমিল্লা। 

মাহমুদউল্লাহর পরিবর্তে চট্টগ্রামের নেতৃত্ব দেন ইমরুল। তাঁর নেতৃত্বেই ১৬ রানের রোমাঞ্চকর এক জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইমরুলের ভূয়সী প্রশংসা করেন মাহমুদউল্লাহ। ঢাকা প্লাটুনের বিপক্ষে বুধবারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন চট্টগ্রামের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ। সেই ইনজুরি নিয়েই ৪ ছক্কা এবং ৫ চারের সাহায্যে মাত্র ২৮ বলে ৫৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। কিন্তু এরপর ফিল্ডিংয়ে নামতে পারেননি জাতীয় দলের অলরাউন্ডার। 

মাহমুদউল্লাহ বলেন, 'আমি মাঠে ছিলাম না। ইমরুল খুবই ভালোভাবে হ্যান্ডেল করেছে এবং খুব ভালোভাবে সামলেছে। আমার মনে হয় ওর মধ্যে সেই সামর্থ্য আছে অধিনায়কত্ব করার। আমার কাছে ভালোই লেগেছে।' 

এর আগে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দুটি ম্যাচ মিস করেছিলেন মাহমুদউল্লাহ। কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসে কুঁচকির ইনজুরিতে পড়েন তিনি। সেই ইনজুরির কারণে বিপিএলের শুরুর দুই ম্যাচে বিশ্রামে ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক। 

Bootstrap Image Preview