Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চোট নিয়ে মাহমুদউল্লাহর নয়ন জুড়ানো ব্যাটিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭ AM আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:৩৮ AM

bdmorning Image Preview


ক্রিজে নামার পর ৩ বল খেলতেই পেলেন হ্যামস্ট্রিংয়ে চোট। দমে যাননি মাহমুদউল্লাহ রিয়াদ। খুঁড়িয়ে খুঁড়িয়ে নিয়েছেন রান। চার-ছক্কায় ছড়িয়েছেন মুগ্ধতা। ঢাকা প্লাটুনের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়কের ২৮ বলে ৫৯ রানের ইনিংসে বঙ্গবন্ধু বিপিএলে প্রথমবার দেখা গেল দুইশ রানের দলীয় সংগ্রহ।

মাশরাফী-আফ্রিদি-পেরেরাদের বোলিং আক্রমণের সামনে চট্টগ্রাম ৪ উইকেট হারিয়ে তুলেছে ২২১ রান। বিপিএলের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। ওপেনার লেন্ডল সিমন্স ৩৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলকে দেন বড় সংগ্রহের ভিত। পরে রান তোলার গতি শুধুই বাড়িয়েছেন মাহমুদউল্লাহ। ১৮তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে মারেন ৪টি ছক্কা, ৫টি চার।

মাহমুদউল্লাহ চোট পান ইনিংসের ১২তম ওভারের শেষ বলে। সিমন্সের শটে ননস্ট্রাইক প্রান্ত থেকে দ্বিতীয় রান কাভার করতে গিয়ে টান লাগে ঊরুতে। পরে গ্যাপে ঠেলেও দৌড়ে দ্বিতীয় রান আর নিতে পারেননি। দূরে বল পাঠিয়েও খুঁড়িয়ে নিয়েছেন এক রান। 

Bootstrap Image Preview