Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-চট্টগ্রাম ম্যাচে নতুন রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১০:৪৪ AM আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ১০:৪৪ AM

bdmorning Image Preview


বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের ম্যাচ, আর সেখানে শেষ হাসি চট্টগ্রামের।

অসুস্থ তামিম ইকবালের জায়গায় খেললেন মুমিনুল হক। বঙ্গবন্ধু বিপিএলে প্রথম নেমেই পেলেন ফিফটি। এ বাঁহাতির ৩৫ বলে ৫২ রানের ইনিংস অবশ্য ২২২ রানের লক্ষ্যের কাছে নিয়ে যেতে তেমন ভূমিকা রাখতে পারল না। শেষদিকে মাশরাফী বিন মোর্ত্তজা ও থিসারা পেরেরা ঝড় তুলে জমিয়ে দিলেন ম্যাচ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে ঢাকা প্লাটুনকে ১৬ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইনিংসের শেষ বলে শেষ উইকেট হারানোর আগে ঢাকা তোলে ২০৫। পেরেরা ২৭ বলে ৪ ছক্কা ও ৩ চারে করেন ৪৭ রান। শেষ ওভারে তাদের দরকার ছিল ২১ রান। মেহেদী হাসান রানার পুরো ওভারটিতে স্ট্রাইক ধরে রাখা পেরেরা নিতে পারেন মাত্র ৪ রান।

বিপিএলের ইতিহাসে এই নিয়ে চারবার কোনো ম্যাচে দুই ইনিংস মিলে রান চারশ ছুঁয়েছে। হয়েছে সর্বোচ্চের রেকর্ড। ২০১৩ আসরে এই চট্টগ্রামেই দুরন্ত রাজশাহী ও বরিশাল বার্নাস ম্যাচে হয়েছিল সর্বোচ্চ ৪২২ রান। রাজশাহীর ২১৩ রানের জবাবে বরিশাল করেছিল ২০৯।

ঢাকা-চট্টগ্রাম ম্যাচটি ভেঙে ফেলে আগের রেকর্ড। দুই দলের ইনিংস মিলে রান এসেছে ৪২৬।

হাই-স্কোরিং ম্যাচে ব্যাট হাতে দারুণ লড়াই করেছেন মাশরাফী। ইনিংসের ১৬তম ওভারে বোলিংয়ে আসা অফস্পিনার নাসির হোসেনকে মারেন টানা তিন ছয়। চতুর্থ বলে মারেন চার। টানা চার বাউন্ডারিতে হুহু করে বাড়ে রানের চাকা। দুর্ভাগ্য মাশরাফীর, আউট হয়ে যান ওই ওভারের পঞ্চম বলে। লংঅনে সীমানা দড়ি ঘেষে দাঁড়ানো ইমরুল কায়েস দারুণভাবে ক্যাচটি তালুবন্দী করেন। ৬ বলে ২৩ রান করে ফিরে যান মাশরাফী। ১৭২ রানের মাথায় ঢাকা হারায় সপ্তম উইকেট।

পেরেরা তখনও ক্রিজে থাকায় আশা টিকে ছিল ঢাকার। শেষ ৩ ওভারে দরকার পড়ে ৪২ রান। শেষ ২ ওভারে ৩৪, হাতে এক উইকেট। ১৯তম ওভারের প্রথম দুই বলে কেসরিক উইলিয়ামসকে ছক্কা মেরে পেরেরা জাগান জয়ের আশা। কিন্তু চট্টগ্রামের বোলারদের চাতুরতায় সেটি সম্ভব হয়নি। স্লোয়ার মেরে পেরেরার টাইমিং গড়বড় করে দেন কেসরিক ও রানা।

হোম ভেন্যুতে এসে মাহমুদউল্লাহ রিয়াদের দল পেল টানা দুই জয়। মঙ্গলবার রাতে লো-স্কোরিং ম্যাচে তারা ৪ উইকেটে হারায় সিলেট থান্ডারকে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল চট্টগ্রাম।

মাশরাফী-আফ্রিদি-পেরেরাদের বোলিং আক্রমণের সামনে চট্টগ্রাম আগে ৪ উইকেট হারিয়ে তোলে ২২১ রান। বিপিএলের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।

ওপেনার লেন্ডল সিমন্স ৩৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলকে দেন বড় সংগ্রহের ভিত। পরে রান তোলার গতি শুধুই বাড়িয়েছেন মাহমুদউল্লাহ। ১৮তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে মারেন ৪টি ছক্কা ও ৫টি চার। খেলেছেন চোট নিয়ে। করেছেন ২৮ বলে ৫৯ রান।

মাহমুদউল্লাহ চোট পান ইনিংসের ১২তম ওভারের শেষ বলে। সিমন্সের শটে ননস্ট্রাইক প্রান্ত থেকে দ্বিতীয় রান কাভার করতে গিয়ে টান লাগে ঊরুতে। পরে গ্যাপে ঠেলেও দৌড়ে দ্বিতীয় রান আর নিতে পারেননি। দূরে বল পাঠিয়েও খুঁড়িয়ে নিয়েছেন এক রান। সেই ইনিংসটাই শেষ করেছেন ঝড় তুলে।

 

Bootstrap Image Preview