Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চার্জ ফুরিয়ে যাওয়া বিপিএলের সেই ড্রোনটি খুঁজে পাওয়া গেল  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৯ PM আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রামে বঙ্গবন্ধু বিপিএলের সম্প্রচারের কাজে নিয়োজিত একটি ড্রোন চার্জ ফুরিয়ে উড়ন্ত অবস্থায় হারিয়ে যাওয়ার পরে অবশেষে ড্রোনটির খোঁজ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) হারিয়ে যাওয়ার পর সেটি খুঁজে পেয়ে কর্তৃপক্ষকে ফেরত দিতে পারলে নির্দিষ্ট পরিমাণ অর্থ পুরস্কার দেয়ার ঘোষণাও দেয়া হয়েছিল। বুধবার (১৮ ডিসেম্বর) ড্রোনটির খোঁজ পাওয়া গেছে।

এদিন খেলা সম্প্রচারে থাকা ক্যামেরাম্যানরা স্টেডিয়ামের ফুটেজ নিতে যান। একপর্যায়ে ড্রোনের উপস্থিতি দেখতে পান তারা। সঙ্গে সঙ্গেই ক্যামেরা জুম করে দেখা যায় হারিয়ে যাওয়া অত্যাধুনিক প্রযুক্তিটি। এটি ফ্লাডলাইটের উপর পড়ে ছিল।

এটি নিয়ন্ত্রণ করছিলেন কানাডার একজন ড্রোন নিয়ন্ত্রক। বাংলাদেশি টাকায় ড্রোনটির মূল্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। হারিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই অবশেষে সন্ধান পাওয়া গেল সেটির।

ড্রোনটি খুঁজে দেয়ার জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন বিসিবি স্বেচ্ছাসেবকরা।তবে এ টাকা দেয়া হবে কি না-এর নিশ্চয়তা নেই!

 

Bootstrap Image Preview