Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পেসার ঘাটতি কমাতে ‘নিষিদ্ধ’ শহীদকে দলে নিয়েছে ঢাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:২৮ PM আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:২৮ PM

bdmorning Image Preview


জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মাঠে মারমারির ঘটনায় সম্পৃক্ততা থাকায় এক বছর স্থগিত নিষেধাজ্ঞা পান মোহাম্মদ শহীদ। স্থগিত নিষেধাজ্ঞা থাকলেও ডানহাতি এই পেসারকে দলে ভিড়িয়েছে বঙ্গবন্ধু বিপিএলের দল যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। দলে স্থানীয় ক্রিকেটারের কোটা পূরণ করতে শহীদকে দলে নিয়েছে ঢাকা, জানিয়েছেন দলটির কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

১৭ নভেম্বর অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে ১০জন দেশি ক্রিকেটারকে দলে নেয় ঢাকা। বিপিএলের নিয়ম অনুসারে দলে একজন দেশি ক্রিকেটারের কমতি ছিল ঢাকার। যে কারণে শহীদকে দিয়ে সেটা পূরণ করেছে দলটি।

একই সঙ্গে ঢাকা প্লাটুনের পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ বোনের বিয়েতে অংশ নিতে দেশে ফিরেছেন। কিছুদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। যে কারণে একজন পেসারের ঘাটতি কমাতে শহীদকে দলে নিয়েছে ঢাকা, জানান সালাহউদ্দিন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার এই কোচ বলেন, ‘আমাদের একটা জায়গা খালি ছিল, ১১ জন স্থানীয় খেলোয়াড় নিতে হয়। এদিকে ওয়াহাব রিয়াজও চলে গেছে তাই ব্যাক আপ হিসেবে একজন খেলোয়াড় নিতেই হয়। সে কারণেই শহীদকে অন্তর্ভুক্ত করা।’

ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রকিবুল হাসান, জাকির আলী ও মোহাম্মদ শহীদ, থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লরি ইভান্স (ইংল্যান্ড), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), আসিফ আলী (পাকিস্তান), লুইস রিস (ইংল্যান্ড), শহীদ আফ্রিদি (পাকিস্তান), সাদাব খান (পাকিস্তান)।

Bootstrap Image Preview