Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রানার আগুন ঝরা বোলিংয়ের রহস্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯ PM আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯ PM

bdmorning Image Preview


সিলেট থান্ডারকে ১২৯ রানে আটকে রাখতে সবচেয়ে বড় ব্যবধানে রেখেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। তিনি ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন সিলেটের ইনিংস।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রানা জানিয়েছেন, নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করেই সফল হয়েছেন তিনি। তিনি শিশিরের সুবিধা কাজে লাগিয়ে সুইং করে সফল হতে চেয়েছিলেন।

এ প্রসঙ্গে রানা বলেন, 'আমি চেষ্টা করেছি আমার স্ট্রেংথ অনুযায়ী বোলিং করার। রাতে উইকেটে একটু ময়েশ্চার থাকে। আমার তো সুইং আছে চেষ্টা করেছি এটা কাজে লাগাতে। সফল হয়েছি।'

দারুণ বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন রানা। স্বীকৃত টি-টোয়েন্টি এবারই প্রথমবারের মতো ম্যাচ সেরা হয়েছেন রানা। নিজের অনুভূতির কথা জানানোর পর দলের ব্যাসম্যানদের প্রশংসায় ভাসিয়েছেন বাঁহাতি এই পেসার।

রানা বলেছেন, 'আমি প্রথমবারের মতো ম্যান অব দ্যা ম্যাচ হয়েছি। এর আগেও সুযোগ এসেছিল ম্যাচ হয়তো হেরে গেছি হতে পারিনি। ভাবছিলাম ম্যাচটা জিতবো। আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে।'

Bootstrap Image Preview