Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘরের মাঠে মাহমুদউল্লাহদের প্রতিপক্ষ মাশরাফি-তামিমরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ১২:৫০ PM আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ১২:৫০ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার সন্ধ্যার খেলায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ঢাকা প্লাটুন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ টায়।

বিপিএলে ঢাকা এবং চট্টগ্রামের খেলা বরাবরই আকর্ষণীয়। এবারও সেই আকর্ষণের কোনও কমতি থাকবে না। কেননা দুই দল বরাবরের মতো এবারও অনেক শক্তিশালী।

চার ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতে ইতোমধ্যেই পয়েন্ট তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম। ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে সিলেট থান্ডারকে হারিয়ে দারুণ ফুরফুরে মেজাজে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এখন পর্যন্ত কেবল খুলনা টাইগার্সের বিপক্ষে হেরেছে চট্টগ্রাম।

অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া ঢাকা পরবর্তী দুটি ম্যাচের দুটিতেই দাপটের সঙ্গে জিতেছে। কেবল আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালসের বিপক্ষে হেরেছে মাশরাফি বিন মুর্তজার ঢাকা। 

ঘরের মাঠে জয়রথ ধরে রাখতে চাইবে চট্টগ্রাম। অপরদিকে বিপিএলের সব আসরের ফেভারিট দল ঢাকাও চাইবে দাপট দেখিয়ে প্লে অফে জায়গা করে নিতে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক) , ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, মেহেদী হাসান রানা, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), আভিস্কা ফারনান্দো (শ্রীলঙ্কা), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), মুসা খান (পাকিস্তান) ও লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)।

ঢাকা প্লাটুন স্কোয়াডঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান, জাকির আলী, থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লরি ইভান্স (ইংল্যান্ড), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), আসিফ আলী (পাকিস্তান), লুইস রিস (ইংল্যান্ড) ও শহীদ আফ্রিদি (পাকিস্তান)।

Bootstrap Image Preview