Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রমীলা বর্ষসেরা একাদশে নেই কোনো বাংলাদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ১২:২৩ PM আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ১২:২৩ PM

bdmorning Image Preview


নারীদের বছরের সেরা ওয়ানডে এবং টি-টুয়েন্টি একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে জায়গা পাননি বাংলাদেশের কোনও ক্রিকেটার।

দুই ফরম্যাটেই অধিনায়কত্ব দেয়া হয়েছে অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক ম্যাগ ল্যানিংকে। ওয়ানডে দলে ল্যানিংসহ মোট পাঁচ অজি প্রমীলা ক্রিকেটার জায়গা পেয়েছেন।

এ ছাড়া ওয়ানডে দলে চারজন ভারতীয়, একজন ইংলিশ ও একজন ক্যারিবিয়ান নারী ক্রিকেটার জায়গা পেয়েছেন।

টি-টুয়েন্টি দলে ল্যানিংসহ চার অজি প্রমীলা ক্রিকেটার জায়গা পেয়েছেন। এই দলে তিনজন ভারতীয়, দুজন দক্ষিণ আফ্রিকান, একজন পাকিস্তানি ও একজন ইংলিশ নারী ক্রিকেটার জায়গা পেয়েছেন।

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে দলঃ অ্যালিসা হিলি (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া), স্মৃতি মান্ধানা (ভারত), তামসিন বেমন্ট (ইংল্যান্ড), ম্যাগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), স্টাফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ), এলিস পেরি (অস্ট্রেলিয়া), জেস জোনাসেন (অস্ট্রেলিয়া), শিখা পান্ডে (ভারত), ঝুলান গোস্বামী (ভারত), মেগান স্কুট (অস্ট্রেলিয়া) ও পুনম যাদব (ভারত)।

আইসিসির বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দলঃ অ্যালিসা হিলি (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া), ড্যানিয়েল ওয়াট (ইংল্যান্ড), ম্যাগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), স্মৃতি মান্ধানা (ভারত), লিজেল লি (দক্ষিণ আফ্রিকা), এলিস পেরি (অস্ট্রেলিয়া), দিপ্তি শর্মা (ভারত), নিদা ডর (পাকিস্তান), মেগান স্কুট (অস্ট্রেলিয়া), শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) ও রাধা যাদব (ভারত)।
 

Bootstrap Image Preview