Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাকিরের বিপিএল শেষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৩:২৪ PM আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৩:২৪ PM

bdmorning Image Preview


হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে রংপুর রেঞ্জার্স। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের দুই ম্যাচেই হেরেছে তারা। এরমধ্যে নতুন দুঃসংবাদ এলো দলটির সমর্থকদের জন্য। উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান চোট পেয়ে ছিটকে গেছেন দল থেকেই।

অনুশীলনে ডানহাতের কনিষ্ঠ আঙ্গুলে চোট পান তিনি। রংপুরের অবশ্য আরও দুইজন উইকেটরক্ষক ব্যাটসম্যান আছেন- মোহাম্মদ শাহজাদ ও জহুরুল ইসলাম অমি। এখন পর্যন্ত রেঞ্জার্সদের উইকেটের পেছনে সামাল দিচ্ছেন শাহজাদ।

এদিকে জাকিরের বদলে রংপুর দলে নিয়েছে আল-আমিন জুনিয়রকে। এই ব্যাটিং অলরাউন্ডার গত আসরে খেলেছিলেন বিপিএলের সাবেক ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটান্সের জার্সিতে। একই দিনে আরেক ক্রিকেটার মুকিদুল ইসলাম মুগ্ধকে দলে নিয়েছে রংপুর রেঞ্জার্স। দেশি কোটায় একজন খেলোয়াড়ের স্থান ফাঁকা থাকায় সেখানে দলে ভেড়ানো হয়েছে এই পেসারকে।

রংপুর রেঞ্জার্স স্কোয়াড:

দেশি: মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, নাদিফ চৌধুরী, আল-আমিন জুনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সঞ্জিত সাহা।

বিদেশি: মোহাম্মদ নবী (আফগানিস্তান), জুনায়েদ খান ( পাকিস্তান), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), লুইস গ্রেগরি (ইংল্যান্ড) ও ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান)।

Bootstrap Image Preview