Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হতে পারে ল্যাবুশেনর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ০১:২৯ PM আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ০১:২৯ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়া ক্রিকেট দল  ভারত সফরে যাবে ২০ সালের জানুয়ারিতে। সফরে তিনটি  ওয়ানডে খেলবে দু-দল। এই সিরিজ থেকে বিশ্রাম নেয়ায় প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।  এই সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এদিকে সম্প্রতি শেফিল্ড শিল্ডে দারুণ পারফরম্যান্স করায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্কোয়াডে রাখা হয়েছে ডানহাতি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেনকে। শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে ৪ ম্যাচে ২৬০ রান করেন ল্যাবুশেন। যেখানে ৩টি হাফ সেঞ্চুরি করেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ১২টি টেস্ট খেললেও রঙিন পোশাকে এখনও অভিষেক হয়নি তাঁর। এবার সেই অপেক্ষা ঘুচতে পারে ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের।  

ল্যাবুশেনকে রাখা হলেও ওয়ানডে স্কোয়াড থেকে বিশ্রাম দেয়া হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস এবং নাথান লায়নকে। সিরিজ চলাকালীন বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলা চালিয়ে যাবেন তারা। অপরদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া পেসার জস হ্যাজেলউড ফিরেছেন ওয়ানডে দলে।

ভারত সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়া দলকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচক ট্রেভর হন্স। কিছুদিন আগে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ২-০ তে টি-টোয়েন্টি সিরিজ জেতে অস্ট্রেলিয়া।হন্সের বিশ্বাস সেই সিরিজের ফর্ম আসন্ন সিরিজেও ধরে রাখতে পারবে অস্ট্রেলিয়া। তিনি বলেন, 'ঘরের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে দলের পারফরম্যান্স দারুণ ছিল। আমরা আশা করছি এই ফর্ম ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ধরে রাখতে পারবে দল।' 

হন্স আস্থা প্রকাশ করেছেন দারুণ ফর্মে থাকা ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেনকে নিয়েও। তাঁর ব্যাপারে হন্সের ভাষ্য, 'আমরা এটাও বিশ্বাস করি যে কুইন্সল্যান্ডে দুর্দান্ত পারফরম্যান্সের পর মার্নাস ল্যাবুশেন ওয়ানডে ফরম্যাটে খেলার জন্য প্রস্তুত।' 

আগামী বছরের ১৪ জানুয়ারি মুম্বাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলবে সফরকারী অস্ট্রেলিয়া। এরপর রাজকোটে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। ব্যাঙ্গালুরুতে ১৯ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ। 

অস্ট্রেলিয়া স্কোয়াডঃ 

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজেলউড, মার্নাস ল্যাবুশেন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা। 

Bootstrap Image Preview