Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদেশি অধিনায়কদের এগিয়ে রেখেছে সুজন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ০১:০৩ PM আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ০১:০৫ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বিপিএলে বিদেশি অধিনায়কের চেয়ে স্থানীয়দের প্রতি বেশি আস্থা খালেদ মাহমুদ সুজনের। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ফিল্ডিং সাজানো থেকে শুরু করে যেকোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে স্থানীয়দের এগিয়ে রাখছেন।

চলমান বঙ্গবন্ধু বিপিএলে সাত দলের মধ্যে তিনটিতে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন বিদেশিরা। রংপুর রেঞ্জার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। শ্রীলঙ্কার দাশুন শানাকা নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা ওয়ারিয়র্সের। আর ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল পেয়েছেন রাজশাহী রয়্যালসের দায়িত্ব। 

খুলনা টাইগার্সের টিম ডিরেক্টর সুজন পরিবেশ পরিস্থিতি বিবেচনায় স্থানীয় অধিনায়কের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, 'আমি মনে করি বিদেশি অধিনায়কের চেয়ে স্থানীয় অধিনায়ক ভালো কারণ আমাদের স্থানীয় খেলোয়াড়রা প্রত্যেক ক্রিকেটারকে জানে, কি করতে হবে, কোথায় ফিল্ডিং করালে ভালো হবে। এটা অবশ্য যার যার ব্যক্তিগত ব্যাপার।'    

সুজনের মতে দেশের ক্রিকেটের উন্নতির জন্য হলেও দেশি ক্রিকেটারদের অধিনায়কত্ব দেয়া উচিত বিপিএলের দলগুলোর। ভবিষ্যত অধিনায়ক তৈরি করার জন্য এই ব্যাপারে জোর দেয়ার আহ্বান জানান তিনি।

সুজনের ভাষ্যমতে, 'ফ্র্যাঞ্চাইজিগুলোর চিন্তা করা উচিত এই ব্যাপারে। তারা তো টাকা খরচ করছে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য। তাদেরকে চিন্তা করতে হবে  যেন আমরা আমাদের একটি ছেলেকে তৈরি করতে পারি (অধিনায়ক হিসেবে)।'

Bootstrap Image Preview