Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছয় প্রোটিয়া ক্রিকেটারের হচ্ছে টেস্ট অভিষেক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:৫৩ PM আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:৫৩ PM

bdmorning Image Preview


ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)। এই স্কোয়াডে আনক্যাপ ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছেন বিউরান হেন্ডরিক্স, ডেন প্যাটারসন, পিটার মালান, ডুয়াইন প্রিটোরিয়াস, রুডি সেকন্ড এবং রাসি ভ্যান ডার ডুসেন।  

একই সঙ্গে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ওপেনার এইডেন মার্করাম। গত ভারত সফরে কব্জিতে চোট পান ২৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। 

মার্করামের পাশাপাশি ফিরেছেন অলরাউন্ডার আন্দিল ফেহলুকায়ো। মার্করাম এবং ফেহলুকায়ো ডাক পেলেও বাদ পড়তে হয়েছে ডানহাতি পেসার লুঙ্গি এনগিদিকে। 

এমজানসি সুপার লিগের (এমএসএল) প্লে অফের আগে গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং টিয়ারের ইনজুরিতে পরেন ২৩ বছর বয়সী এই পেসার। ফলে আসন্ন টেস্ট সিরিজে তাঁকে বিবেচনা করেননি দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। 

এছাড়া বাদ পড়েছেন ডেন পিয়েড, সেনুরান মুথুসামি এবং থিউনিস ডি ব্রুইন। ১৭ সদস্যের এই স্কোয়াডে একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে রাখা হয়েছে কেশব মহারাজকে। 

আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। এরপর কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। পোর্ট এলিজাবেথে সিরিজের তিন নম্বর টেস্ট মাঠে গড়াবে ১৬ জানুয়ারি। জোহানেসবার্গে ২৪ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে।   

দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ

ফাফ ডু প্লেসি (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিউরান হেন্ডরিক্স, কেশব মহারাজ, পিটার মালান, এইডেন মার্করাম, জুবায়ের হামজা, অ্যানরিক নর্টজে, ডেন প্যাটারসন, আন্দিল ফেহলুকায়ো, ভারনন ফিল্যান্ডার, ডুুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রুডি সেকন্ড, রাসি ভ্যান ডার ডুসেন। 

Bootstrap Image Preview