Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এই ভাবে কেউ যেন আর না হারেঃ উইলিয়ামসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯, ১২:০১ PM আপডেট: ১৫ জুলাই ২০১৯, ১২:০১ PM

bdmorning Image Preview


ইংল্যান্ড নয়,গতকাল ভাগ্যের কাছে হেরে গিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের ট্রফি যেন ধরা দিয়েও দিলো।  
এমন হার সত্যিই মেনে নেওয়া কষ্টের। তাই হারের এই আক্ষেপটা দেখা মিলল  নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের কণ্ঠে।

ম্যাচ শেষে তিনি বলে গেলেন, 'টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, পিচ শুকনো। তাই ভেবেছিলাম, স্কোরবোর্ডে বড় রান তুলতে পারলে প্রতিপক্ষ চাপে থাকবে। তবে আমাদের আরও ১০-২০ রান বেশি করতে হত। তা এখন বুঝতে পারছি।'

নিউজিল্যান্ড অধিনায়ক সঙ্গে যোগ করেন, 'আমাদের বোলাররা ওদের পাল্টা চাপে ফেলে দিয়েছিল। শেষ বল পর্যন্ত লড়েছি আমরা। দুর্দান্ত লড়াইয়ের পরে শেষ পর্যন্ত আমাদের থেকে যেতে হল পরাজিতদের দলেই। তবে এই ম্যাচ থেকেও অনেক ইতিবাচক শিক্ষা নিয়ে বাড়ি ফিরছি।'

তিনি আরো বলেন, 'এটা খুবই লজ্জার যে, বল স্টোকসের ব্যাটে লেগে চার হয়ে গেল। খেলার গতিতেই এটা হয়ে গিয়েছে। কী আর করা যাবে। তবে আশা করব, এই ঘটনা আর কোনও ম্যাচে হবে না। এই ভাবে কেউ যেন আর না হারে।’

Bootstrap Image Preview