Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফাইনালে মাঠে নামার আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের জন্য সুসংবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ০১:৫১ PM আপডেট: ১৪ জুলাই ২০১৯, ০১:৫১ PM

bdmorning Image Preview


দ্বাদশ বিশ্বকাপে এখন পর্যন্ত ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এক আসরে যা সর্বোচ্চ ম্যাচ বাতিলের রেকর্ড। সেই বৃষ্টির শংকা ছিল ফাইনাল ম্যাচেও ছিলো। তবে সুসংবাদ দিল আবহাওয়া।

লর্ডসের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনজুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকাল থেকে রাত পর্যন্ত আকাশে হালকা মেঘ থাকবে। তবে তা বর্ষণের আশংকা শূন্যের কোঠায়। তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।

দু’দলের কেউই কখনো বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ নিতে পারেনি। তিনবার ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ নিতে পারেনি ইংলিশরা। আর গেল আসরে প্রথমবার ফাইনালে উঠলেও, রানার্স-আপ হয়ে সন্তুস্ট হয়ে থাকতে হয় নিউজিল্যান্ডকে। 

তাই ‘প্রথমবারের’ মত বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার সুর্বন সুযোগ ইংল্যান্ড-নিউজিল্যান্ড দুই দলের সামনেই।। ক্রিকেটের মক্কাখ্যাত স্টেডিয়াম লর্ডসে প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট-বল হাতে লড়তে নামবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। লর্ডসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।

Bootstrap Image Preview