Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিতের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার দাবি   

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ১১:১২ AM আপডেট: ১৪ জুলাই ২০১৯, ১১:১২ AM

bdmorning Image Preview


বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে ট্রফি জিততে ব্যর্থ ভারত৷ প্রশ্ন উঠছে বিরাটের নেতৃত্ব নিয়ে৷ সীমিত ওভারের ক্রিকেটে বিরাটের থেকে রোহিত শর্মার হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার এটাই সেরা সময় কিনা, তা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন টেস্ট ওপেনার ওয়াসিম জাফর৷

বিশ্বকাপে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি অতীতে দলকে নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন রোহিত৷ জিতেছেন ট্রফিও৷ সুতরাং বিরাটের হাত থেকে সাদা বলে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাট রোহিতের হাতে তুলে দেওয়ার সময় কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে টুইট করেন জাফর৷ প্রাক্তন ভারতীয় ওপেনার শনিবার টুইটারে লেখেন,‘সাদা বলে রোহিত হাতে ক্যাপ্টেনসি তুলে দেওয়ার এটাই সেরা সময়? আমি ব্যক্তিগতভাবে ২০২৩ বিশ্বকাপে রোহিতের হাতে নেতৃত্বের ব্যাটন দেখতে চাই৷’

২০১৯ বিশ্বকাপ থেকে ভারত সেমিফাইনালে বিদায় নিলেও রোহিতের কাছে এই বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে৷ ব্যাট হাতে একের পর রেকর্ড ভাঙেন ‘হিটম্যান’৷ সেমিফাইনালে ব্যর্থ হলেও লিগে ৮ ম্যাচে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন টিম ইন্ডিয়ার এই ডানহাতি ওপেনার৷ এক বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরির মালিক হলেন রোহিত৷

Bootstrap Image Preview