Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরাটের সঙ্গে রোহিতের তীব্র মতবিরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ১২:১৭ PM আপডেট: ১৩ জুলাই ২০১৯, ১২:১৭ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে ভারত। শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকার পর সেমিতে বিরাটদের এমন হার কোন ভাবেই মেনে নিতে পারছে না বিসিসিআই ও ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

হারের এই জের ধরে বিরাটদের নিয়ে হচ্ছে তীব্র সমালোচনা। দলে তীব্র হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। একটা গোষ্ঠী শাসক শিবির অর্থাত্ বিরাটের, আর একটি বিরোধী শিবির রোহিতের। 

বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে ইতিমধ্যেই উঠে গিয়েছে প্রশ্ন। ইংল্যান্ডে থাকা সত্ত্বেও শিখর ধাওয়ান পরিবর্তে কেন অজিঙ্ক রাহানেকে চাওয়া হল না? বা চার নম্বরে কোন যুক্তিতে অম্বাতি রায়াডুর জায়গায় সুযোগ পান বিজয় শঙ্কর বা ঋষভ পন্থ? সেমিফাইনালে ১৮ রানে ভারতের হারের পর বিস্ফোরক তথ্য চলে এসেছে প্রকাশ্যে।

দলের অন্দরের খবর, অধিনায়ক ও সহ-অধিনায়কের মধ্যে বনিবনা নেই। গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ টিম ইন্ডিয়া। রোহিতের গোষ্ঠীর লোকেরা মনে করছেন, কোচ ও অধিনায়ক মর্জিমতো সিদ্ধান্ত নিচ্ছেন। যেমন, অম্বাতি রায়াডুর জায়গায় বাছা হয়েছিল বিজয় শঙ্করকে। 

শোনা যাচ্ছে, বিরাট কোহলির কাছের লোকেদেরই বেশি সুযোগ দেওয়া হয়। ব্যর্থ হলেও তাঁরা বাদ পড়ছেন না। মোদ্দা কথা হল, অধিনায়ককে তেল দিয়ে চলতে হবে। বিরোধী হলেও রোহিত শর্মা ও জসপ্রীত বুমরার পারফরম্যান্স ভালো থাকায় টিকে রয়েছেন তাঁরা। স্বাভাবিকভাবেই অধিনায়ক ও কোচের বিরাগভাজনরা চলে যাচ্ছেন রোহিতের শিবিরে। 

Bootstrap Image Preview