Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রেকর্ড রান করে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিলো বাংলাদেশ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০১৯, ১১:৩২ PM আপডেট: ০২ জুন ২০১৯, ১১:৩২ PM

bdmorning Image Preview


চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড রান করে জিতলো টাইগাররা। 

এর আগে টাইগারদের  সর্বোচ্চ দলীয় সংগ্রহটি ছিল ৩২৯ রানের। পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ঢাকার মাঠে ৬ উইকেট হারিয়ে এই পুঁজি পেয়েছিল বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে ২০১৪ সালে ঢাকায় ৩২৬ রান করেছিল মাশরাফির দল।

এছাড়া ২০১৭ সালে ডাম্বুলাতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ৩২৪ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। এবার বিশ্বকাপের মঞ্চে আগের সব রেকর্ড ছাপিয়ে গেল টাইগাররা।  

প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধাতিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করে বাংলাদেশ। 

৩৩১ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে টাইগার বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে প্রোটিয়ারা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৯ রান করতে সক্ষম হয় ফাফ ডু প্লেসিসরা। অবশেষে ২১ রানের জয় নিয়ে মাঠে ছাড়ে মাশরাফিরা। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশঃকুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, এইডেন মার্করাম, জেপি ডুমিনি, ভ্যান ডার ডাসেন, আন্দাইল ফেহলুকেয়ো, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির,  ক্রিস মরিস। 

Bootstrap Image Preview