Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সর্বকালের বাজে বিশ্বকাপ একাদশে হাবিবুল বাশার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৮:০৯ PM আপডেট: ২৯ মে ২০১৯, ০৮:০৯ PM

bdmorning Image Preview


ক্রিকেট বিশ্বকাপ প্রত্যেক ক্রিকেটারের কাছে একটি স্বপ্নের নাম। প্রতি চার বছর পর পর আসে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপে দলে সুযোগ পাওয়া খুব কঠিন। কেউ সফল হয় আবার কেউ পারে না।

ক্রিকইনফো বিশকাপ খেলা ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপের সর্বকালের বাজে একাদশ সাজিয়েছে। যেখানে স্থান দেওয়া হয়েছে বাংলাদেশে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে।

ক্রিকইনফো জানায়, টেস্ট খেলুড়ে দেশ হওয়ার প্রথম দশকে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হাবিবুল। তবে ওয়ানডেতে তেমন প্রভাব ফেলতে পারেনি তিনি। ওয়ানডেতে তার পুরো ক্যারিয়ারে গড় মাত্র ২১.৬৮। আর বিশ্বকাপে খেলা ১১টি ম্যাচে তো গড় সেখানের অর্ধেকেরও কম (১০.৫০)।

১৯৯৯-এ বাংলাদেশের প্রথম বিশ্বকাপে খেলা হয়নি বাশারের। তবে ২০০৩ বিশ্বকাপে কানাডা ও নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য রানে মাঠ ছাড়তে হয় তাকে।

২০০৭ বিশ্বকাপে, যেখানে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করে সুপার এইটে খেলে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে চমক দেখায়। তবে সেইবারও তার ব্যাট কথা বলেনি। তিনি সেইবার ১৩.১২ গড়ে করেছেন ১০৫ রান। এই পারফরম্যান্স তার ক্যারিয়ারের বাজে ভূমিকা রেখেছে। এর ফলে তিন মাস পরেই অধিনায়কত্ব হারাতে হয় বাশারকে। আর পরের এক বছরের ভেতর বাংলাদেশ দল থেকেই ছিটকে পড়েন তিনি।

ক্রিকইনফো ঘোষিত এই দলে হাবিবুল বাশার ছাড়াও আছেন বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার। যারা পুরো ক্যারিয়ারে ছন্দে থাকলেও বিশ্বকাপে ছিলেন বিবর্ণ।

বাজে একাদশের স্কোয়াড: নাসির জমশেদ (পাকিস্তান), রমেশ কালুভিতারানা (শ্রীলঙ্কা), হাবিবুল বাশার (বাংলাদেশ), ইনজামাম-উল-হক (পাকিস্তান), অ্যালান বোর্ডার (অধিনায়ক-অস্ট্রেলিয়া), কিথ আর্থারটন (ওয়েস্ট ইন্ডিজ), মনোজ প্রভাকর (ভারত), জন ব্রেসওয়েল (নিউজিল্যান্ড), টনি সুজি (কেনিয়া), শ্রীনিবাস ভেঙ্কাটরাঘবান (ভারত), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

Bootstrap Image Preview