Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ধোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৩:২৯ PM আপডেট: ২৯ মে ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview


মঙ্গলবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৯৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে ভারতের হয়ে ১১৩ রানের দুদান্ত ইনিংস খেলেছেন উইকেট কিপার ব্যাটসম্যান এমএস ধোনি। তবে এই ম্যাচেই তার ব্যাটিংয়ের সময় বাংলাদেশি ফিল্ডারদের সাজাতে দেখা গেছে ধোনিকে।

এদিন রাহুলের সঙ্গে জুটি বেঁধে ১৬৪ রানের পার্টনারশিপ করেন ধোনি। এই পার্টনারশীপ গড়ার পথে ভারতের ইনিংসের ৩৯ ওভারে সাব্বির রহমানকে বল তুলে দিয়েছিলেন মাশরাফি মোর্তাজা। স্ট্রাইকে ছিলেন ধোনি। ডেলিভারির মাঝপথেই ধোনি সাব্বিরকে থামিয়ে দেন এবং তাঁকে পরামর্শ দেন ফিল্ডারকে মিড উইকেট থেকে স্কোয়ার লেগে নিয়ে আসার জন্য়। সাব্বিরও সেই মতোই ফিল্ডিং বদলে আবার বল করেন। 

ধারাভাষ্যকারদের  মতে ধোনি এই ফিল্ডিংয়ে ধোঁয়াশায় পড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেন। আর এই ঘটনা টুটারের চোখ এড়িয়ে যায়নি। আর এই ঘটনার ঠিক দশ ওভারের মাথায় ধোনি আবু জায়েদকে ছয় হাঁকিয়ে সেঞ্চুরি করেন।

ধোনি এদিন ৭৮ বলে ১১৩ রান করে ৫০তম ওভারে আউট হন। রাহুল-ধোনির-ব্যাটে ভর করেই ভারত সাত উইকেট হারিয়ে ৩৫৯ রানের বিশাল স্কোর তুলতে পেরেছিল। জবাবে ২৬৪ রান অলআউট হয়ে যায় বাংলাদেশ

Bootstrap Image Preview