Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিরোপার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৩:৩৩ PM আপডেট: ১৭ মে ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।এই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।  শুক্রবার বিকাল পৌনে ৪টায় ডাবলিনের মালাহাইডে মুখোমুখি হবে ক্যারিবীয়-টাইগাররা।

শিরোপা জয়ের লড়াইয়ে আজ বাংলাদেশের একাদশে নেই সাকিব আল হাসান। পিঠের ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় বিশ্রামে রয়েছেন তিনি। তার জায়গায় দলে আছেন মোসাদ্দেক।

এখন পর্যন্ত বাংলাদেশ কোনো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে পারেনি। এ নিয়ে সপ্তমবারের মতো এমন টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছেন মাশরাফিরা। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান তারা। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামছেন টাইগাররা।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেট), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, মোসাদ্দাদ হোসেন, সাব্বির রহমান,  মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মীরজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান মো

ওয়েস্ট ইন্ডিজ: সুনিল আমব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, জন জনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, র্যামন রেফার, শ্যানন গ্যাব্রিয়েল

Bootstrap Image Preview