Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছয়টি ফাইনাল হারের দুঃখ ঘোচানোর মিশন আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ১০:৫২ AM আপডেট: ১৭ মে ২০১৯, ১০:৫২ AM

bdmorning Image Preview


ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শুক্রবার বিকেলে ওয়েস্ট ইন্ডিজজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। লিগ পর্বে দু’বারই বাংলাদেশের কাছে হেরেছে ক্যারিবীয়রা। তাই আজ ফাইনালের মঞ্চে ফেভারিটের তকমা নিয়েই খেলতে নামছে মাশরাফির দল। ডাবলিনের মালাহিডে বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে হবে সিরিজের ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজে কখনো শিরোপা জিততে পারেনি বাংলাদেশ দল। সময়ের পরিক্রমায় আজ টাইগারদের সামনে আবার সুযোগ এসেছে আক্ষেপ ঘুচানোর। সংখ্যার হিসেসে এটি বাংলাদেশ দলের খেলা সপ্তম ফাইনাল হতে যাচ্ছে। এর আগে যে ছয়টি ফাইনাল খেলেছে তার মধ্যে তিনটি ছিল এশিয়া কাপ। 

ওয়ানডে ফরম্যাটের দুই ফাইনালে পাকিস্তান ও ভারতের কাছে বাংলাদেশ হেরেছে শেষ বলে। এর মধ্যে ২০১২ সালে মিরপুরের ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানের হারটা হয়ে আছে বাংলাদেশের ক্রিকেটের চিরন্তন এক দুঃখগাথা। আর অন্যটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের কাছে হার। 

বাকি তিনটি ফাইনাল ত্রিদেশীয় সিরিজে। যেখানে প্রথম দুটিতে ৫০ ওভারের ফরম্যাটে শ্রীলঙ্কার কাছে হেরেছে। অন্যটি গত বছর শ্রীলঙ্কার ঘরের মাঠে ভারতের কাছে ফাইনাল হারে বাংলাদেশ। 

বাংলাদেশের হারা ছয়টি ফাইনালে প্রতিবারই তাদের প্রতিপক্ষ ছিল এশিয়ার কোনো দল। এবার আর তেমনটা হচ্ছে না, ফাইনালে বাংলাদেশের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজ। চলতি সিরিজে লিগ পর্বে দু’বারই বাংলাদেশের কাছে হেরেছে ক্যারিবীয়রা। তাই আজ ফেবাবিটের তকমা নিয়ে ক্যারিয়িবয়ানদের বিপক্ষে মাঠে নামছে মাশরাফিরা।

আজকের লড়াইটা বাংলাদেশ জন্য কিছুটা কঠিন হতে পারে। কারণ এই ম্যাচের একাদশে এখনো নিশ্চিত নন আয়ারল্যান্ডের বিপক্ষে পিঠ ব্যাথা নিয়ে মাঠ ত্যাগ করা সাকিব। ম্যাচের শেষ মুহূর্তে তাকে খেলানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

অন্যদিকে আইরিশদের বিপক্ষে মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ফাইনালে এই দুজনের ফেরা নিশ্চিত। তাতে বোলিংয়ের ধারটাও বাড়বে। বিশ্রাম শেষে ফাইনালে ফেরার কথা সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুনেরও। সাবাই মিলে জ্বলে উঠলে আজকের ম্যাচে বাংলাদেশের শিরোপা জয়ের আক্ষেপটা ঘুচবে।

Bootstrap Image Preview