Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন উচ্চতায় মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ১১:৪৬ AM আপডেট: ১৪ মে ২০১৯, ১১:৪৬ AM

bdmorning Image Preview


অধিনায়ক হিসেবে নিজেকে আরো উচ্চতায় নিয়ে গেলেন বাংলাদেশের মাশরাফী বিন মোর্ত্তজা। সোমবার দ্বিতীয় দেখায়ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অধিনায়ক হিসেবে জয়ের পরিসংখ্যানে ভেট্টরিকে ছাড়িয়ে ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের পাশে জায়গা করে নিলেন নড়াইল এক্সপ্রেস। 

মাশরাফীর নেতৃত্ব এখন পর্যন্ত ৭৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় এসেছে ৪২টি ম্যাচে। হার ৩১টি ম্যাচে। পরিত্যাক্ত দুটি ম্যাচ। মাশরাফীর নেতৃত্বে বাংলাদেশ দলের জয়ের হার ৫৭.৫৩ ভাগ। 

অবসর নেয়ার আগে নিউজিল্যান্ডকে ৮২ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন ভেট্টোরি। তার অধীনে দেশটি জয় পেয়েছিল ৪১টি ম্যাচে। হার ৩৩টি ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ের তালিকায় ভেটোরিকে টপকালেন মাশরাফী।

অন্যদিকে মাশরাফির জায়গা হয়েছে এখন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের পাশে। ৭৯ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ভারতকে ৪২টিতে জয় এনে দিয়েছিলেন দ্রাবিড়। হার ছিল ৩৩টি ম্যাচে।

ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচে জয়ের রেকর্ডটি অবশ্য অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত তাঁর অধীনে ২৩০টি ওয়ানডে খেলেছিল অজিরা এবং জয় পেয়েছিল মোট ১৬৫ ম্যাচে।

ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ায় দ্বিতীয়স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং (২১৮ ম্যাচ)। তৃতীয়স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২০০ ম্যাচ)। অবশ্য জয়ের সংখ্যায় দ্বিতীয়স্থানে আছেন ধোনি (১১০ ম্যাচ); তৃতীয়স্থানে ফ্লেমিং (৯৮ ম্যাচ)।

Bootstrap Image Preview