Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিরোপা জিতেও ম্যাচ ফি কাটা গেলো পোলার্ডের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ১০:৪৬ AM আপডেট: ১৪ মে ২০১৯, ১০:৪৭ AM

bdmorning Image Preview


রবিবারই ৩২ বছরে পা দিয়েছেন কাইরন পোলার্ড৷ জন্মদিনটা আইপিএল দ্বাদশ আসরের ফাইনালে শিরোপা জয় করে উৎযাপন করেছেন তিনি। মুম্বাইয়ের হয়ে কেরন সর্বোচ্চ অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন। যার ফলে ২০ ওভারে ১৪৯ রানে পৌঁছয় মুম্বাই। 

সেই রানের ভর করেই শেষ পর্যন্ত চেন্নাইকে শেষ বলের থ্রিলারে ১ রানে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল ট্রফি ঘরে তুলল মুম্বাই ইন্ডিয়ান্স৷ ফাইনাল মঞ্চে পোলার্ডের ইনিংস সাজানো ৩টি চার ও ৩টি ছয় দিয়ে৷ প্রসঙ্গত রবিবার ছিল পোলার্ডের জন্মদিন৷

ফ্র্যাঞ্চাইজিকে ট্রফি এনে দিলেও শাস্তির মুখে পড়তে হচ্ছে ক্যারিবিয়নকে৷ আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ করার কারণেই পোলার্ডের ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে৷

শেষ ওভারে ডোয়াইন ব্রাভোর পর পর দুটো ওয়াইড বল করেন। প্রথম বল খেলার চেষ্টা করলেও দ্বিতীয় বল তিনি ছেড়ে দেন। কিন্তু অন-ফিল্ড আম্পায়ার নীতিন মেনন ওয়াইড দেননি। যা মোটেও পছন্দ হয়নি পোলার্ডের। তিনি আকাশে ব্যাট ছুঁড়ে লুফে নেন। এবং পরের বল করার আগেই নিজের জায়গা থেকে সরে যান।

মুম্বই ক্রিকেটারের এমন আচরণে পোলার্ডের সঙ্গে কথা বলতে ছুটে আসেন দুই আম্পায়ার৷ আচরণে পাল্টে ক্রিকেটের স্পিরিট মেনে পোলার্ডকে খেলার অনুরোধ জানান দুই আম্পায়ার৷ আম্পায়ারদের ধমক খেয়ে আর বিতর্ক না বাড়িয়ে ঠাণ্ডা মাথায় ব্যাটিং শুরু করেন পোলার্ড৷

আম্পায়ারদের সঙ্গে খারাপ আচরণের জন্য অবশ্য শাস্তি এড়াতে পারলেন না তিনি৷ আইপিএলের আচরণবিধির ২.৮ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় পোলার্ডের ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে৷

Bootstrap Image Preview