Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক বছর পর পর শিরোপা জিতে মুম্বাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০৯:৫২ AM আপডেট: ১৩ মে ২০১৯, ১০:৩৬ AM

bdmorning Image Preview


আইপিএলের দ্বাদশ সংস্করণের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স ১ রানে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংসকে। এবং একই সঙ্গে রোহিত শর্মার দল চতুর্থবার আইপিএল ট্রফি ঘরে তুলল। এই কৃতিত্ব আর কোনও দলের নেই। চেন্নাই এর আগে তিনবার আইপিএল ট্রফি জিতেছে। 

১ বছর পর পর আইপিএল চ্যাম্পিয়ন হয় মু্ম্বাই, অটুট থাকল এই মিথও। ২০১৩, ২০১৫, ২০১৭, ২ বছর অন্তর অন্তর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে ব্লু আর্মি। ২০১৯-এও চ্যাম্পিয়ন হল মুম্বাই। আর এই চার বারের মধ্যে ৩ বারই চেন্নাইকে হারিয়েই চ্যাম্পিয়ন হল রোহিত শর্মার দল।

এদিন ফাইনালে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা মোটামুটি করলেও মিডল ওভারে উইকেট খুইয়ে খুব বেশি রান করতে পারেনি মুম্বাই। শেষদিকে কায়রন পোলার্ডের অপরাজিত ১৪০ রানের সুবাদে ৮ উইকেটে ১৪৯ রান তোলে মুম্বাই।

কুইন্টন ডি কক ২৯ রান, রোহিত শর্মা ১৫ রান, সূর্য কুমার যাদব ১৫ রান, ইশান কিষণ ২৩ রান, হার্দিক পান্ডিয়া ১৬ রান করেন। চেন্নাইয়ের হয়ে অনবদ্য বোলিং করেন দীপক চাহার ও ইমরান তাহির। চাহার ২৬ রানে ৩ উইকেট নেন ও ইমরান তাহির ২৩ রানে ২ উইকেট পান।

রান তাড়া করতে নেমে চেন্নাই শুরুটা অসাধারণ করে। তবে ফ্যাফ ডু প্লেসি ১৩ বলে ২৬ রানে আউট হতেই খেলা ধরে নেয় মুম্বাই। চেন্নাইয়ের কোনও ব্যাটসম্যান এদিন রান পাননি। মহেন্দ্র সিং ধোনি ২ রান করে রান আউট হন।

তবে ক্রিজের অন্য প্রান্তে টিকে ছিলেন শেন ওয়াটসন। তিনি ছিলেন চেন্নাই দলের শেষ ভরসা। ব্র্যাভোকে নিয়ে ওয়াটসন মরণপণ চেষ্টা করেছিলেন। তবে তিনি ৫৯ বলে ৮০ রানে আউট হতেই ম্যাচ নিজেদের পক্ষে করে নেয় মুম্বাই।

শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৯ রান। বল করতে আসেন অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা। শেষ বলে প্রয়োজন ছিল দুই রান। তবে মালিঙ্গার বলে শার্দুল ঠাকুর এলবিডব্লিউ আউট হন। মুম্বই শেষ অবধি ১ রানে জিতে চতুর্থবার আইপিএল ট্রফি ঘরে তোলে।

এদিন মুম্বাইয়ের হয়ে অনবদ্য বোলিং করেন জসপ্রীত বুমরাহ ও রাহুল চাহার। বুমরাহ ১৪ রানে ২ উইকেট নেন ও চাহার ১৪ রানে একটি উইকেট পান। 

Bootstrap Image Preview