Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধোনির চেন্নাইকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ১২:৫৭ AM আপডেট: ১৩ মে ২০১৯, ১২:৫৭ AM

bdmorning Image Preview


চূড়ান্ত উত্তেজক ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংসকে  শেষ বলে হারিয়ে দ্বাদশ আইপিএল চ্যাম্পিয়ন হলো রোহিত শর্মার  মুম্বই ইন্ডিয়ান্স ৷ ৫ বার ফাইনালে উঠে এটা  রোহিতদের রেকর্ড চতুর্থ খেতাব৷ অন্যদিকে ৮ বার ফাইনালে উঠলেও ৫ বার রানার্স হয়ে থেকে যেতে হয় চেন্নাইকে৷

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে৷ জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রানে আটকে যায় সিএসকে৷ ১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে চেন্নাইয়ের খেতাব ধরে রাখার স্বপ্নে জল ঢেলে দেয় ইন্ডিয়ান্স৷

মুম্বই ইনিংসের শুরুটা মন্দ হয়নি৷ তবে পর পর উইকেট হারিয়ে তারা বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ হয়৷নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে৷

এইদিন   অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শেন ওয়াটসন যেন জ্বলে উঠেন। ম্যাচ জয়ের দায়িত্ব একাই নেন। সৌভাগ্য তাঁর  তিনটি সহজ ক্যাচ মিস করে মুম্বাই। যার ফলে তার ব্যাটেই চতুর্থ শিরোপার স্বপ্ন দেখতে শুরু করে চেন্নাই সুপার কিংস।

কিন্তু যে লাসিথ মালিঙ্গা ১৬তম ওভারে ২০ রান দিলেন সেই মালিঙ্গা শেষ ওভারে এসে চেন্নাইকে ৯ রান তুলতে দিলেন না। উপরন্তু শেন ওয়াটসনকে রানআউট করে মুম্বাইয়ের জয়ের পথ সুগম করেন।

৭ বলে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৩ রান। এরপর শেষ ওভার করতে বল তুলে দেয়া হয় ডেথ ওভার মাস্টার মালিঙ্গার হাতে। ১৬তম ওভারে তিন বাউন্ডারি আর ১ ছক্কা খেয়ে বেদিশা হয়ে যাওয়া মালিঙ্গা এবার এসে যেন দিশা খুঁজে পেলেন। শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৯ রান।

ওয়াটসন আর বিগ শট খেলতে পারলেন না। প্রথম বলে নিলেন ১ রান। দ্বিতীয় বলে জাদেজা নিলেন ১ রান। তৃতীয় বলে ২ রান নিয়ে নিলেন ওয়াটসন। চতুর্থ বলে ভুলটা করে বসলেন এই অস্ট্রেলিয়ান। হয়ে গেলেন রান আউট।  তবুও মালিঙ্গার পঞ্চম বল থেকে দুই রান নিয়ে নেন শার্দুল ঠাকুর। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ২ রান। কিন্তু শেষ বলে সেই রান নিতে ব্যর্থ হয় তাঁরা। 

Bootstrap Image Preview