Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড় দুঃখে প্রধানমন্ত্রীকে যে কথা আর বলেন না পাপন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০১৯, ০৪:০১ PM আপডেট: ১২ মে ২০১৯, ০৪:০১ PM

bdmorning Image Preview


টাইগারদের সাফল্যের ঝুড়িতে নেই কোন  ত্রিদেশীয় সিরিজ জয়। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের স্বাদ পেয়েছে টাইগাররা কয়েকবার কিন্তু শিরোপার স্বাদ পাওয়া হয়নি একবারও।

আয়ারল্যান্ডের মাটিতে প্রথমবারের মত ত্রিদেশীয় সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

কিন্তু বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সিরিজ জয় না হওয়া পর্যন্ত সেই স্বপ্ন আর দেখতে চান না।কারণ নিদাহাস ট্রফির ফাইনালের ঘটনা এখনো ভুলতে পারেননি তিনি।

নিদাহাস ট্রফির ফাইনালের ঘটনা বারবারই বুকে এসে বিদ্ধ হয়। সেদিন ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় ছিল হাতের মুঠোয়। ১২ বলে জিততে ভারতের দরকার ছিল ৩৪ রান।

বিসিবিপ্রধান জানান, জয়ের ব্যাপারে এতটাই নিশ্চিত ও উচ্ছ্বসিত ছিলেন যে, সেই প্রেমাদাসা স্টেডিয়ামের ভিআইপি বক্স থেকে ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলেন, প্রথমবারের মতো ফাইনাল জিততে চলেছে বাংলাদেশ!

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। ১৯তম ওভারে রুবেল হোসেনের দেয়া ২২ রানের কারণে শেষ ওভারে ব্যবধান ১২ রানে। নিয়ে আসে ভারতীয় ব্যাটসমান।

নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘নিদাহাস ট্রফির ফাইনালে আপাকে (প্রধানমন্ত্রী) ফোন করে এ কথাই বলেছিলাম- ‘আপা, এই প্রথম ত্রিদেশীয় সিরিজ জিততে যাচ্ছি।’ কে জানে, শেষ দুই ওভারে ৩৪ রান নিয়ে নেবে ভারত! এর চেয়ে দুঃখ আর কিছুই হতে পারে না। এর পর থেকে আর কিছু বলি না। ম্যাচটাও ভুলতেই পারি না।

Bootstrap Image Preview