Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইপিএল শিরোপা জয়ে এগিয়ে থাকবে কোন দল?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০১৯, ০৩:৫০ PM আপডেট: ১২ মে ২০১৯, ০৩:৫০ PM

bdmorning Image Preview


আইপিএলের ১২তম আসরে সেরা দুই দল ফাইনাল ম্যাচ আজ। এই ফাইনালে দুই দলই এর আগে তিনবার করে শিরোপ জয়ের অধিকারী দুই দল। এর করণে এই ফাইনাল রূপ নিয়েছে ব্লকবাস্টার ফাইনালে। আজকের লড়াইয়ের পরই জানা যাবে কারা সবচেয়ে সেরা আইপিএলে। ম্যাচটি শুরু হবে আজ রাত ৮টায়।

ধোনি না রোহিত, কার হাতে উঠবে শিরোপা? ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়ার পর যেন আরো অপ্রতিরোধ্য গতিতে ছুটছে চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে মহেন্দ্র সিং ধোনির এই চেন্নাই শিরোপা নিশ্চিত করেছিলো তৃতীয়বার। ফাইনালে তাদের প্রতিপক্ষ আইপিএলের আরেকটি সফল দল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। সেই মুম্বাইয়েরও সমান তিন শিরোপা। কোন দলটি হবে আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপার মালিক। তা নির্ধারন আজ রাতেই।

এবারের মৌসুমে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি মুম্বায়েরই। তিন ম্যাচেই জয় মুম্বাই ইন্ডিয়ান্সের। মৌসুমে প্রথম ম্যাচে জয়ের ভূমিকা ছিলো হার্দিক পান্ডিয়ার, দ্বিতীয়টি রোহিত ও মালিঙ্গার আর তৃতীয়টিতে স্পিনারদের ঘূর্ণিতে। সে হিসেবে আজকে জিতলে চারে চার হয়ে যাবে রোহিত শর্মাদের। কিন্তু মুম্বাই অধিনায়ক অধিনায়ক বেশ সতর্ক প্রতিপক্ষকে নিয়ে,‘প্রতিটি দলই বিপজ্জনক। এবার কিন্তু রাজস্থান রয়্যালস প্লে অফে না পৌঁছেও আমাদের দুবার হারিয়েছে। ফলে ম্যাচের দিন কে কতটা ভালো করছে সেটাই গুরুত্বপূর্ণ।’

অপর দিকে চেন্নাইয়ের ওপর মুম্বাইয়ের একক আধিপত্য নিয়ে খুব বেশি দুর্ভাবনায় দেখা গেলো না ধোনিদের কোচ স্টিফেন ফ্লেমিংকে। তিনি মনে করেন সব কিছুই ম্লান হয়ে যাবে মৌসুম শেষের একটি ম্যাচের ফলাফলে। কারণ এই ম্যাচই ভুলিয়ে দিবে আগের তিন ম্যাচের সব হতাশা,‘মুম্বাইয়ের বিপক্ষে এই একটি ম্যাচেই সব কিছু করতে চাই। কারণ চারের মধ্যে একটিতে জয় হবে দারুণ কিছু।’

এর আগে মুম্বাইয়ের জয় ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে। চেন্নাইয়ের জয় ২০১০, ২০১১ এবং ২০১৮ সালে। মুম্বাই ফাইনালে উঠেছে পাঁচবার। চেন্নাই ফাইনালে উঠেছে আটবার। ১০ বারের প্রতিবারই প্লে-অফ খেলেছে চেন্নাই। মুম্বই ১২ বারে ৮ বার প্লে অফে খেলেছে।

পরিসংখ্যানে দেখা যায়, ব্যাটিংয়ে সিএসকের বড় শক্তি দুই ওপেনার ডু-প্লেসি এবং ওয়াটসন। লিগে ডু-প্লেসি করেছেন ৩৭০ রান, ওয়াটসনের ৩১৭। শুরুতেই তাদের ফেরানোর চ্যালেঞ্জ আইপিএলের সেরা পেস অ্যাটাক মালিঙ্গা (১৭ উইকেট) ও বুমরার (১৫ উইকেট)।

এছাড়া মুম্বাই ব্যাটিংয়ে ঝড় তোলার অনেক ক্রিকেটার। কুইন্টন ডি কক (৫০০), সূর্যকুমার যাদব (৪০৯), রোহিত শর্মা (৩৯০), হার্দিক পান্ডিয়া (৩৮৬), কায়রণ পোলার্ড (২৩৮)। তাদের থামাতে চেন্নাইয়ের অস্ত্র তিন স্পিনার তাহির (২৪ উইকেট), হরভজন (১৬) ও জাদেজা (১৫)।

Bootstrap Image Preview