Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আয়ারল্যান্ড ও বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০২:৩৮ PM আপডেট: ০৯ মে ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ওয়েস্ট বিপক্ষে পাওয়া ছন্দ এই ম্যাচে ধরে রাখতে চাইবে বাংলাদেশ। তবে ১৯৬ রানের হার দিয়ে আসর শুরু করা আয়ারল্যান্ড এই ম্যাচে যে কোনো মূল্যে জয় তুলে নিতে চাইবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩.৪৫ মিনিটে।

ম্যাচটি হবে ডাবলিন মাইলডে। তবে আজকের ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাতাসের আদ্রতা পেসারদের সহায়তা করবে। তাই আজ দুই দলই একাদশে বাড়তি পেসার খেলানোর সম্ভাবনা রয়েছে। তাই নতুন বলের সাথে মানিয়ে নেওয়ার পর ব্যাটিং সহজ হবে যাবে ব্যাটসম্যানদের জন্য।

আয়ারল্যান্ডের হয়ে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান উইলিয়াম পোর্টারফিল্ড এবং পল স্টার্লিং উভয়ই তাদের সারির ৬১ তম ওডিআই খেলবে। পোর্টারফিল্ড এই গেমগুলির প্রতিটিতেও নেতৃত্ব দিয়েছেন, শেষ পর্যন্ত চার বছর আগে ওয়ানডে ওয়ানডে মিস করেছেন।

আয়ারল্যান্ড (সম্ভাব্য): উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, অ্যান্ডি বেলবেরি, লরকান টাকার, কেভিন ও'ব্রায়েন, গ্যারি উইলসন (উইকেট), জর্জ ডকরেল, টিম মুর্টঘ, ব্যারি ম্যাকার্থি, জোশ লিটল, বয়ড র্যাঙ্কিন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচ থেকে বাংলাদেশ তাদের লাইন আপ পরিবর্তন আনার সম্ভাবনা নেই।

বাংলাদেশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দীন, মেহেদী হাসান, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

Bootstrap Image Preview